1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন

বান্দরবানে আওয়ামী লীগের বিদ্রোহী চার কাউন্সিলর প্রার্থী বহিস্কার

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১

এন এ জাকির, বান্দরবান : বান্দরবান পৌরসভা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত না মেনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ৪ কাউন্সিলর প্রার্থীকে বহিস্কার করেছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
বহিস্কৃতরা হলেন- ১নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী শহর শাখা যুবলীগের সহসভাপতি আবুল কাশেম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী (৪, ৫ ও ৬) মহিলা আওয়ামী লীগ পৌর শাখার সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগের সদস্য বর্তমান কাউন্সিলর সালেহা বেগম, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জেলা কৃষক লীগের সহসভাপতি মহরম আলী এবং ৭নং ওয়ার্ডের প্রার্থী পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হারুন গাজী। এসময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কিছু নেতা সংগঠনের দলীয় শৃঙ্খলা ও নিয়ম-নীতির কোন তোয়াক্কা না করে সংগঠনের স্বার্থহানিকর কর্মকান্ডে জড়িত হয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। উদ্ভুত পরিস্থিতি বিবেচনায় এনে জেলা আওয়ামী লীগ জরুরী সভা করে একটি সমন্বয় কমিটি গঠন করেন। ওই কমিটি দলীয় বিদ্রোহী প্রার্থীদের সাথে আলাপ আলোচনা করে সমাধানের আপ্রাণ চেষ্টা করেন। কিন্তু তারা বার বার কথা দিয়ে কথা না রাখায় পরবর্তী পুন:বৈঠকের মাধ্যমে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কারের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহিত হয়। তার প্রেক্ষিতে স্বস্ব সংগঠন দলীয় বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার করেছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রহিম চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক মেয়র ইসলাম বেবী, যুগ্মসম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, পৌর আওয়ামী লীগের সভাপতি অমল দাশ, সাধারণ সম্পাদক শামসুল ইসলামসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, আগামী ১৪ ফেব্রুয়ারী বান্দরবান পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৯ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৭ জন প্রার্থী অংশগ্রহণ করছেন। এতে মেয়র পদে আওয়ামী লীগ থেকে দলের সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র ইসলাম বেবী, বিএনপি থেকে দলের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র জাবেদ রেজা, জাতীয় পার্টি থেকে মো: শাহজাহান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো: নাছির উদ্দীন এবং বিধান লালা নির্বাচনে অংশ নিচ্ছেন।
প্রথমবারের মত ইভিএম এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পৌর এলাকায় মোট ভোটারের সংখ্যা ২৯ হাজার ৭২৯ জন। এরমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১৬ হাজার ৬০৯ জন এবং নারী ভোটার ১৩ হাজার ১২০ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com