আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে জামকালো পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে দিনাজপুরের ফুলবাড়ীতে বৃহস্পতিবার দৈনিক সকালের সময় পত্রিকার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১১টায় ফুলবাড়ী প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পত্রিকাটির ফুলবাড়ী প্রতিনিধি আনন্দ কুমার গুপ্ত।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জ্যেষ্ঠ সহ সভাপতি হারুনুর রশিদ হারুন, সহ সভাপতি প্রভাষক আজিজুল হক সরকার, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, পার্বতীপুর সমকাল প্রতিনিধি মাহমুদুর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন- ফুলবাড়ী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আনোয়ার সাদাত মন্ডল, সাংগঠনিক সম্পাদক ফিজারুল ইসলাম ভুট্টু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক প্লাবন শুভ, দপ্তর সম্পাদক আল আমিন, প্রচার সম্পাদক আল হেলাল, সাংস্কৃতিক সম্পাদক মোশাররফ হোসেন, অন্যতম সদস্য মোস্তাক আহম্মদ, সদস্য মোকাররম হোসেন প্রমুখ।
শেষে আনুষ্ঠানিকভাবে কেক কেটে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। একে অপরকে কেক খাওয়ানোর আনন্দে মেতে ওঠেন।