শেরপুর: শেরপুর পৌরসভার আসন্ন নির্বাচনে জগ প্রতীক নিয়ে গণসংযোগ করেছেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি স্বতন্ত্র মেয়র প্রার্থী এডভোকেট রফিকুল ইসলাম আধার। তিনি ২৮ জানুয়ারি বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে শহরের কসবা মোল্লাপাড়া, কাচারীপাড়া, নামাপাড়া, কাঠগড়, ভাটিপাড়া ও পশ্চিম শেরী মহল্লায় ওই গণসংযোগ করেন। সেইসাথে তিনি তিনি পরিচ্ছন্ন, নান্দনিক ও ডিজিটাল শহর গড়ার লক্ষ্যে তার পক্ষে ভোটারদের দোয়া, সমর্থন ও রায় প্রত্যাশা করেন। ওইসময় রাস্তার দু’পাশ থেকে ভোটারদের অনেকেই হাত তুলে তাকে স্বাগত জানান। অনেকেই তাকে জড়িয়ে ধরে পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ ব্যাপারে মেয়র প্রার্থী এডভোকেট রফিকুল ইসলাম আধার জানান, প্রার্থিতা প্রত্যাহারের জন্য একজন প্রভাবশালী প্রার্থীর তরফ থেকে নানারকম চাপের পরও জনগণের আস্থা ও ভালোবাসার মূল্যায়নের স্বার্থেই নির্বাচনে রয়ে গেছি। আজ থেকে পুরোদমে নির্বাচনী প্রচারণা শুরু হল। জনগণকে সাথে নিয়েই শেষ লড়াই পর্যন্ত লড়ে যাব। এজন্য তিনি নির্বাচনের সুষ্ঠু ও নির্বিঘœ পরিবেশ বজায় রাখার স্বার্থে নির্বাচন কমিশন এবং জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন।
উল্লেখ্য, আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রত্যাশী হিসেবে দীর্ঘদিন তিনি শহরের প্রতিটি মহল্লায় একাধিকবার ভোটারদের দোড়গোড়ায় পৌঁছে ব্যাপক গণসংযোগ করার মধ্য দিয়ে তাদের আস্থা অর্জন করেন। কিন্তু মনোনয়নবঞ্চিত হওয়ায় বৃহত্তর উত্তর-পশ্চিমাঞ্চলসহ খোদ শহরের হাজার হাজার ভোটারের চাহিদার দিকে তাকিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। এরপর তার প্রার্থিতা নিয়ে নানা গুজব এবং এক পর্যায়ে প্রার্থিতা প্রত্যাহারে নানারকম চাপ ও ঝুঁকির পরও কেবল এলাকা ও ভোটারদের মনের অবস্থা বিবেচনা নিয়েই তিনি কৌশল অবলম্বন করে রয়ে গেছেন নির্বাচনী মাঠে।