নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় সম্পর্কে চাচী-ভাতিজা পরকীয়া প্রেমিক-প্রেমিকা পৃথকভাবে আত্মহত্যা করেছে। শুক্রবার (২৯) দিবাগত রাতে ও শনিবার ভোরে উপজেলার গোয়ালের কান্দা গ্রামে পৃথকভাবে আত্মহত্যার এ ঘটনা ঘটে। আত্মহননকারীরা হলো- ওই গ্রামের সোবহান আলীর স্ত্রী ও এক সন্তানের জননী হাসি বেগম (২৬) এবং একই গ্রামের ইয়াদ আলীর ছেলে ও এক সন্তানের জনক হেলাল মিয়া (৩২)।
সূত্র জানায়, উপজেলার গোয়ালের কান্দা গ্রামের সোবাহান স্ত্রী-সন্তানকে বাড়ি রেখে ঢাকার একটি পোষাক কারখানায় কাজ করেন। স্বামীর অনুপস্থিতিতে প্রতিবেশী ভাসুরের ছেলে এক সন্তানের জনক হেলাল মিয়ার সঙ্গে হাসি বেগমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শুক্রবার সন্ধ্যায় প্রেমিক যুগল একান্তে সময় কাটানোর সময় হাসি বেগমের ৮ বছর বয়সী ছেলে ইয়ামিন দেখে ফেলে। এর কিছুক্ষণ পর হাসি বেগম নিজ বাড়ি সংলগ্ন একটি গাছের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। পরে স্থানীয়রা তার লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে রাতেই পুলিশ হাসির লাশ উদ্ধার করে। অন্যদিকে প্রেমিকার আত্মহত্যার খবরে শনিবার সকালে একই বাড়ির পাশে অন্য একটি গাছের সঙ্গে গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করে হেলাল মিয়া। খবর পেয়ে থানা পুলিশ তার লাশও উদ্ধার করে।
নকলা থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানান, হাসি ও হেলালের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।