1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ন

নালিতাবাড়ীতে সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর নির্বাচিত হলেন যারা

  • আপডেট টাইম :: রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : ৩০ জানুয়ারি তৃতীয় ধাপে অনুষ্ঠিত নালিতাবাড়ী পৌরসভা নির্বাচনে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯টি ওয়ার্ডে ৯ জন সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে সংরক্ষিত ৩টি ওয়ার্ডে ৩জন নির্বাচিত হয়েছেন। এরমধ্যে দুটি ওয়ার্ড ছাড়া অন্যান্য প্রতিটি ওয়ার্ডে নবাগত ও সাবেকরা নির্বাচিত হয়েছেন।
১, ২ ও ৩ নং মিলে সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর জবা ফুল প্রতীকে ২ হাজার ৮৩৪ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন মালা রানী সাহা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেনুয়ারা বেগম চশমা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৪৩৩ ভোট। ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত আসনে অটোরিক্সা প্রতীকে ১ হাজার ৬৫৮ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন পারভীন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রূপালী বেগম চশমা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪৫৪ ভোট। ৭, ৮ ও ৯নং সংরক্ষিত ওয়ার্ডে চশমা প্রতীকে ১ হাজার ৩৯২ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন রোমেছা বেগম ললিতা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান কাউন্সিলর তাছলিমা খাতুন বলপেন প্রতীকে ১ হাজার ৩১২ ভোট পেয়েছেন।
এছাড়াও সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে বকুল মিয়া ব্রিজ প্রতীকে ৭০৬ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাদশা মিয়া পাঞ্জাবি প্রতীকে ৬৫৭ ভোট পেয়েছেন। ২নং ওয়ার্ডে জালাল উদ্দিন ডালিম প্রতীকে ৬৩৬ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরফান আলী গাজর প্রতীকে ৪১৬ ভোট পেয়েছেন। ৩নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম উটপাখি প্রতীকে ৫৯৮ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান কাউন্সিলর খালেক সরকার পানির বোতল প্রতীকে ৫৫৮ ভোট পেয়েছেন। ৪নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বীতায় বর্তমান কাউন্সিলর ও প্যানেল মেয়র সুরঞ্জিত সকার বাবলুকে আগেই নির্বাচিত ঘোষণা করা হয়। ৫নং ওয়ার্ডে সাবেক তিন বারের কাউন্সিলর আনোয়ার হোসেন উটপাখি প্রতীকে ৮২৫ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তাক আহমেদ পানির বোতল প্রতীকে ৬১২ ভোট পেয়েছেন। ৬নং ওয়ার্ডে শফিকুল মোকরেজ সোহেল পাঞ্জাবি প্রতীকে ১ হাজার ২৬৯ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুল ইসলাম উটপাখি প্রতীকে ৭২৯ ভোট পেয়েছেন। ৭নং ওয়ার্ডে মোরাদ হোসেন টেটন পানির বোতল প্রতীকে ৩৭৪ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মেহেদি হাসান সোহেল উটপাখি প্রতীকে ৩০৬ ভোট পেয়েছেন। ৮নং ওয়ার্ডে টানা তিনবারের কাউন্সিলর জহুরুল হক পানির বোতল প্রতীকে ৯২১ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোজাম্মেল হক পাঞ্জাবি প্রতীকে ২৩৫ ভোট পেয়েছেন। ৯নং ওয়ার্ডে সোলায়মান পাঞ্জাবি প্রতীকে ৪৪৬ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান কাউন্সিলর সুরুজ্জামান পানির বোতল প্রতীকে ৩৪৯ ভোট পেয়েছেন।
বর্তমানে এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২২ হাজার ১৩৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৬৩১ এবং মহিলা ভোটার ১১ হাজার ৫০২ জন। এ নির্বাচনে ১৫ হাজার ৫৬৯টি ভোট প্রদান করা হয়েছে। এরমধ্যে বৈধ ভোট ১৫ হাজার ৩৮১ এবং বাতিল হয়েছে ১৮৮ ভোট। মেয়র পদে ২ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৫ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com