1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন

শেরপুরে বিয়ের ঘোষণার পর বাড়ি রেখে অস্বীকার, ধর্ষণ মামলায় যুবক কারাগারে

  • আপডেট টাইম :: সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১

শেরপুর : প্রেমিকাকে বিয়ের কথা বলে কাজি অফিসে নিয়ে নীল কাগজে স্বাক্ষর ও নোটারী পাবলিকে বিয়ের ঘোষণা দিয়ে নিজ বাড়িতে রেখে মেলামেশার পর বিয়ের কথা অস্বীকার করায় ধর্ষণের অভিযোগে নাঈম হাসান রুবেল (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ। রবিবার (৩১ জানুয়ারি) রাতে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের গোলকামারিয়া এলাকাস্থ নিজ বাড়ি থেকে রুবেকে গ্রেফতার করা হয়। সে স্থানীয় ভাঙারি ব্যবসায়ী রুহুল আমিনের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, সদর উপজেলার ধলা ইউনিয়নের জনৈক তরুণীর (১৯) সাথে পার্শ্ববতী এলাকার নাঈম হাসান রুবেল প্রেম করে আসছিল। এ সম্পর্কের সূত্র ধরে বিয়ের কথা বলে গেল বছরের ১২ আগস্ট ওই তরুণীকে ধলা ইউনিয়নের কাজী আব্বাছ উদ্দিনের অফিসে নিয়ে নীল কাগজে স্বাক্ষর নেয় এবং নোটারী পাবলিক অফিসে গিয়ে এফিডেভিট করে বিয়ের ঘোষণা দেয়। পরে ওই তরুণীকে রুবেল নিজ বাড়ি রেখে স্বামী-স্ত্রী হিসেবে মেলামেশা করে। একপর্যায়ে ১৮ দিন পর ওই তরুণীকে গালি-গালাজ করে বাবার বাড়ি পাঠিয়ে দিয়ে রুবেল বিয়ের কথা অস্বীকার করে। এ কথা শোনে তরুণীর বাবা কাজী অফিসে গিয়ে কাবিননামা চাইলে কাজী আব্বাছ উদ্দিন বিয়ে পড়াননি বলে জানিয়ে দেন। এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে গত ২৪ জানুয়ারি শেরপুর আদালতে নাঈম হাসান রুবেলের বিরুদ্ধে ধর্ষণ মামলা করলে রবিবার রাতে পুলিশ নাঈমকে গ্রেফতার করে। পরে বিকেলে আদালতে সোপর্দ করা হলে আদালত রুবেলকে কারাগারে পাঠানোর নির্ধেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com