এ জি মুন্না, নীলফামারী: নীলফামারী সদরের খোকশাবাড়ী গ্রামের এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
সোমবার দিবাগত রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে জেলা সদরের গোড়গ্রাম হাজীপাড়ার ইস্কান্দার মির্জার ছেলে সাকিব সরকার (২৮) ও টুপামারী দোগাছি গ্রামের আমিনুর রহমানের ছেলে শাহাজাদা তালিবকে (২৩) গ্রেফতার করে পলিশ।
মামলার সুত্রমতে, গত রবিবার (৩১ জানুয়ারি) রাত অনুমানিক ১০টার দিকে স্বামীর সাথে ঝগড়া করে ওই গৃহবধূ অভিমান করে রাতেই পার্শ্ববর্তী গ্রামের ফুফুর বাড়ি যাওয়ার পথে হাজিগঞ্জ মাহাবুবা মেমোরিয়াল হাসপাতালের সামনে ফাঁকা রাস্তায় ওই দুই যুবক তাকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। ধর্ষিতা রাস্তার ধারে পড়ে থাকলে টহলরত পুলিশের দল ওই পথে যাওয়ার সময় ওই গৃহবধূকে উদ্ধার করে।
এ বিষয়ে সদর থানার তদন্ত অফিসার মাহমুদ-উন-নবী বলেন, ভিকটিমের ফুফু থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করলে আমরা ধর্ষকদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি।