স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে মঙ্গলবার রাতে শেফিল্ড ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে দলের পক্ষে জয়সূচক গোলটি করেন আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও অ্যাগুয়েরো।
আগের ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ড্র করা দল থেকে সাত পরিবর্তন আনেন ম্যানসিটির কোচ পেপ গার্দিওয়ালা। গোলরক্ষক এডেরসন, ফার্নান্দোনিয়ো, কেভিন ডি ব্রæইনা ও রাহিম স্টার্লিং ছিলেন অপরিবর্তিত। ম্যাচের শুরু থেকে বল দখলে রেখে খেলতে থাকে ম্যানসিটি। তবে প্রথমার্ধে পরিষ্কার সুযোগ সৃষ্টি করতে ব্যর্থ হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
ম্যাচের ৩৬ মিনিটে পেনাল্টি খেকে গোলের সুযোগ পায় ‘ম্যান ইন বøু’রা। আলজেরিয়ান তারকা রিয়াদ মাহরেজকে ডি-বক্সে ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। তবে স্পট কিক থেকে এগিয়ে যাওয়ার সুযোগ কাজে লাগাতে পারেননি ব্রাজিলিয়ান গ্যাব্রিয়েল জেসুস। প্রথমার্ধ গোলশূন্য কাটায় দুই দল।
দ্বিতীয়ার্ধে আক্রমণে ধার বাড়ায় সিটি। জেসুসকে উঠিয়ে নিয়ে ম্যাচের ৬৭ মিনিটে অ্যাগুয়েরোকে মাঠে নামায় কোচ গার্দিওয়ালা। আর নামার ৬ মিনিট পরে দলের পক্ষে জয়সূচক গোলটি করেন এ আর্জেন্টাইন। এ নিয়ে শেষ ৩ ম্যাচে ৬ গোল করলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। অ্যাস্টন ভিলার বিপক্ষে হ্যাটট্রিকের পর ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জোড়া গোল করেন অ্যাগুয়েরো।
অ্যাগুয়েরোর গোলে অবদান রাখেন বেলজিয়ান মিডফিল্ডার ডি ব্রæইনা। চলতি প্রিমিয়ার লিগে ১৫টি অ্যাসিস্ট করেছেন ব্রুইনা। প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে তিনটি ভিন্ন মৌসুমে সতীর্থদের ন্যুনতম ১৫ গোলে অবদান রাখলেন এ বেলজিয়ান।
এ জয়ে ২৪ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রইল গার্দিওয়ালার ম্যানসিটি। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে এখনো ১৩ পয়েন্ট পিছিয়ে আছে ম্যানসিটি। তবে লিভারপুল সিটির চেয়ে ২ ম্যাচ কম খেলেছে।