1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৯ অপরাহ্ন

কলকাতায় বসে স্বামীর মরণোত্তর সম্মাননা হাতে পেলেন স্ত্রী

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০

নকলা (শেরপুর) : শেরপুরের নকলা উপজেলার একমাত্র শতবর্ষী স্কুল “চন্দ্রকোনা রাজলক্ষ্মী উচ্চ বিদ্যালয়” এর সাবেক প্রধান শিক্ষক স্বর্গীয় কুলরঞ্জন গোস্বামী স্যারকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়েছে। তবে স্বর্গীয় কুলরঞ্জন গোস্বামী শিক্ষকতা শেষে পরিবারে পরিজন নিয়ে ভারতের কলকাতায় চলে যান। তাই মরণোত্তর সম্মননাটি তাঁর স্ত্রী বেনুরাণী গোস্বামীর হাতে তুলে দেওয়া হয়েছে।

উপজেলার একমাত্র শতবর্ষী স্কুল “চন্দ্রকোনা রাজলক্ষ্মী উচ্চ বিদ্যালয়” এর শতবার্ষিকী উদযাপন-২০১৯ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাবেক প্রধান শিক্ষকগনসহ সুশীল জনকে সম্মাননা প্রদান করা হয়। শতবার্ষিকী উদযাপন কমিটির অন্যতম সদস্য সফিকুল ইসলাম সুখন এ সম্মাননা নিয়ে ভারতের কলকাতায় গিয়ে স্বর্গীয় কুলরঞ্জন গোস্বামী স্যারের সহধর্মিণী বেনুরাণী গোস্বামীর হাতে তুলে দেন। এ কাজটিকে ঐতিহাসিক কার্য সম্পাদন বলে মনে করছেন সফিকুল ইসলাম সুখন৷ তিনি বলেন, কলকাতায় গিয়ে চন্দ্রকোনা রাজলক্ষ্মী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক স্বর্গীয় শ্রী কুলরঞ্জন গোস্বামী স্যারের সহধর্মিণী বেনুরাণী গোস্বামীর হাতে সম্মাননা স্মারক তুলে দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

তিনি জানান, সম্মননা স্মারক হাতে দেওয়ার সময় কেউ আবেগ ধরে রাখতে পারছিলেন না। সবার চোখেই পানি চলে আসছিল। বারবার এ আনন্দময় কষ্টকে লুকানোর ব্যর্থ চেষ্টা করছিলেন উপস্থিত পরিবারের সবাই। তিনি বলেন, ভারতে বসবাস করলেও তাদের মন প্রাণ জোরে কেবলই বাংলাদেশের শেরপুর জেলার নকলা উপজেলাধীন চন্দ্রকোনার মাটি ও মানুষ। চন্দ্রকোনার মাটি ও মানুষের গল্প করতে করতে বার বার চোখ মুছছিলেন বেনুরাণী। এখনো শেকড়ের সন্ধান করেন তিনি। এই অসম্ভব ভালো লাগার মুহুর্তটি কখনোই ভুলার নয়, ভুলে যাওয়া সম্ভব নয় বলে দাবি সুখনের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com