1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৮ অপরাহ্ন

নালিতাবাড়ীতে অতিদরিদ্র কর্মসূচী : শ্রমিকের গড় উপস্থিতি ৭২ ভাগ, ফেরত যেতে বসেছে ষাট লক্ষাধিক টাকা

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২০

মনিরুল ইসলাম মনির : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১২ ইউনিয়নে বাস্তবায়নাধীন অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীর মোট ৬১টি প্রকল্পে ২৪ হাজার ৯৩জন শ্রমিকের মধ্যে গড় উপস্থিতি প্রায় ৭২ শতাংশ লক্ষ্য করা গেছে। এরমধ্যে রয়েছে কম কার্যদিবস ও শেষদিকে শ্রমিকদের উপস্থিতি বেড়ে যাওয়া। সবমিলে প্রায় ২ কোটি টাকার প্রকল্পের মধ্যে অন্তত ষাট লক্ষাধিক টাকা ফেরত যেতে বসেছে।
উপজেলা প্রশাসন ও সরেজমিনে তদন্তপূর্বক প্রাপ্ত তথ্যমতে, চলতি অর্থবছর উপজেলার মোট ১২ ইউনিয়নে ৬১টি প্রকল্প হাতে নেওয়া হয়। প্রকল্প এবং ইউনিয়নভেদে শ্রমিক সংখ্যা ভিন্ন হলেও এসব প্রকল্পে সর্বমোট শ্রমিক সংখ্যা কাগজে-কলমে ২৪ হাজার ৯৩জন। তবে বাস্তবে গড় উপস্থিতি পাওয়া গেছে প্রায় ৭২ শতাংশ। এরমধ্যে ১নং পোড়াগাঁও ইউনিয়নে ১৯৫ জন শ্রমিকের মধ্যে গড় উপস্থিতি সর্বোচ্চ প্রায় ৭০ ভাগ, ২নং নন্নী ইউনিয়নে ১৯২ জন শ্রমিকের মধ্যে গড় উপস্থিতি সর্বোচ্চ ৭৫ ভাগ, ৩নং রাজনগর ইউনিয়নে ২৩৩ জন শ্রমিকের মধ্যে সর্বোচ্চ গড় উপস্থিতি ৯০ ভাগ, ৪নং নয়াবিল ইউনিয়নে ২০৭ জন শ্রমিকের মধ্যে সর্বোচ্চ গড় উপস্থিতি ৭০ ভাগ, ৫নং রামচন্দ্রকুড়া-মন্ডলিয়াপাড়া ইউনিয়নে ১৯৪ জন শ্রমিকের মধ্যে সর্বোচ্চ গড় উপস্থিতি ৭০ ভাগ, ৬নং কাকরকান্দি ইউনিয়নে ১৮৮ জন শ্রমিকের মধ্যে সর্বোচ্চ গড় উপস্থিতি ৭৯ ভাগ, ৭নং নালিতাবাড়ী ইউনিয়নে ১৬৬ জন শ্রমিকের মধ্যে সর্বোচ্চ গড় উপস্থিতি ৬৩ ভাগ, ৮নং রূপনারায়নকুড়া ইউনিয়নে ১৬৮ জন শ্রমিকের মধ্যে সর্বোচ্চ গড় উপস্থিতি ৬০ ভাগ, ৯নং মরিচপুরান ইউনিয়নে ২০২ জন শ্রমিকের মধ্যে সর্বোচ্চ গড় উপস্থিতি ৯০ ভাগ, ১০নং যোগানিয়া ইউনিয়নে ২৩২ জন শ্রমিকের মধ্যে সর্বোচ্চ গড় উপস্থিতি ৭০ ভাগ, ১১নং বাঘবেড় ইউনিয়নে ২১৮ জন শ্রমিকের মধ্যে সর্বোচ্চ গড় উপস্থিতি ৬২ ভাগ ও ১২নং কলসপাড় ইউনিয়নে ২৯৮ জন শ্রমিকের মধ্যে সর্বোচ্চ গড় উপস্থিতি ৬৬ ভাগ।
বেশকিছু ইউনিয়নে প্রথমদিকে শ্রমিকের উপস্থিতি একেবারেই কম হলেও দিন দিন উপস্থিতির হার বাড়তে থাকে। এছাড়াও কাজে যোগ দেওয়া শ্রমিকেরাও বিভিন্ন সময় নানা কারণে অনুপস্থিত রয়েছেন। বেশকিছু ইউনিয়নে রয়েছে কার্যদিবস ঘাটতি। আশপাশে মাটি নেই এমনসব স্থানে প্রকল্প ধরিয়ে মাটি না কেটে উঁচু-নিচু জায়গা সমান করে রাস্তায় জন্মানো ঘাস চাছা-ছিলার নজির রয়েছে। রয়েছে প্রকল্পের কাজ ব্যতিরেকে ব্যক্তি যাতায়াত বা নেতা অথবা জনপ্রতিনিধিদের যাতায়াতের রাস্তা মেরামতের ঘটনা। এসব কর্মকাণ্ডে আবার বেশিরভাগই ইউপি সদস্যদের সম্পৃক্ততা পাওয়া গেছে। বাঘবেড় এবং কলসপাড় ইউনিয়নে ইউপি সদস্য ও গ্রাম পুলিশ কর্তৃক শ্রমিকদের নাম তালিকাভুক্তির জন্য কিছু কিছু ক্ষেত্রে ঘুষ লেনদেনের অভিযোগ রয়েছে। কলসপাড়সহ কয়েকটি ইউনিয়নে রয়েছে দু-তিন ঘণ্টা দায়সাড়া কাজের অভিযোগ। কিছু প্রকল্পে মাটি কাটার পরিমাণ চরম অসন্তোষজনক।
অন্যদিকে কয়েকটি ইউনিয়নে নির্দিষ্ট সময়ের আগেই কাগজে উল্লেখিত প্রকল্পের কাজ শেষ হয়ে যাওয়ায় নতুন নতুন রাস্তা সংস্কার তথা তৈরির মতো ইতিবাচক কাজও পাওয়া গেছে। সবমিলে উপজেলায় শ্রমিকদের গড় উপস্থিতি শতকরা প্রায় ৭২ শতাংশ। এমতাবস্থায় প্রকল্পের জন্য বরাদ্দকৃত প্রায় ২ কোটি টাকার মধ্যে প্রায় ষাট লক্ষাধিক টাকা ফেরত যেতে বসেছে।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান জানান, আমরা প্রতিটি প্রকল্প কমপক্ষে ২-৩ বার পরিদর্শন করেছি। প্রকল্পের কার্যদিবস ও শ্রমিকের উপস্থিতির ডকুমেন্ট আমাদের কাছে রয়েছে। আমরা ওই ডকুমেন্ট অনুযায়ী বিল প্রদান করব। ভুয়া বিলের কোন সুযোগ থাকবে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান জানান, আমরা সবকিছু যাচাই-বাছাই ও পর্যালোচনা করে প্রকৃত বিল প্রদান করব। এখানে কেউ অবৈধ সুবিধা নিতে পারবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com