1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ১৮ মে ২০২৪, ১০:৪৬ পূর্বাহ্ন

হ্যান্ডবলে পুলিশকে হারিয়ে স্বর্ণের হাসি আনসারের মেয়েদের

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১

স্পোর্টস ডেস্ক : ফাইনালে আনসার-পুলিশ। অনেকের ধারণা ছিল স্বর্ণের লড়াইটা জমবে। কিন্তু বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের নারী হ্যান্ডবলের ফাইনালটা সেভাবে জমেনি। এক কথায় প্রতিপক্ষকে সহজে হারিয়েই স্বর্ণের হাসি হেসেছে বাংলাদেশ আনসারের মেয়েরা।

বৃহস্পতিবার শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ফাইনালে বাংলাদেশ আনসার ৪২-২০ গোলে বাংলাদেশ পুলিশকে হারিয়েছে। প্রথমার্ধ শেষে ২২-৭ গোলে এগিয়ে ছিল ২০১৩ বাংলাদেশ গেমসের স্বর্ণজয়ীরা।

আনসারের খাদিজা আক্তার সর্বোচ্চ ৮ গোল করেন। পুলিশের ২০ গোলের মধ্যে রুবিনা বেগম একাই করেন ১০টি।

আসরে ব্রোঞ্জ জিতেছে নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা। একই ভেন্যুতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নওগাঁ ২৬-১৬ গোলে জামালপুর জেলা ক্রীড়া সংস্থাকে হারিয়ে ব্রোঞ্জ জিতে নেয়।

ফাইনাল শেষে বিজয়ীদের পদক তুলে দেন বিওএ সহসভাপতি শেখ বশির আহমেদ মামুন। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর।

স্বর্ণজয়ের পর বাংলাদেশ আনসারের কোচ নাসিরউল্লাহ লাভলু বলেন, ‘নারী হ্যান্ডবলে আনসার বরাবরই ভালো। নিশ্চিত ছিলাম আমরাই স্বর্ণ জিতব। কারণ আমার দলে তরুণ কিছু খেলোয়াড় ছিল, যারা আমাকে এই আত্মবিশ্বাস দিয়েছে। প্রতিটি আসরের আগে আমরা দুই থেকে তিন মাসের প্রস্তুতি নেই। কিন্তু করোনার কারণে এবার সেটা সম্ভব হয়নি। তারপরও বলব, অন্যদের চেয়ে আমরা ভালো প্রস্তুতি নিয়ে খেলতে এসেছি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!