1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০১:৩৯ অপরাহ্ন

শেরপুরে যত্রতত্র অবৈধ করাতকল

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১

মোহাম্মদ দুদু মল্লিক, স্টাফ রিপোর্টার : শেরপুর জেলার সীমান্তবর্তী উপজেলা ঝিনাইগাতি, শ্রীবরদী ও নালিতাবাড়ী। এ তিন উপজেলা ঘিরে রয়েছে সংরক্ষিত বনাঞ্চল। এ তিন উপজেলায় সংরক্ষিত বনাঞ্চলের পাশাপাশি রয়েছে শাল ও সেগুন কাঠের প্রাকৃতিক বন। নিয়মানুযায়ী সরকারী বন ভূমির সীমানা হতে ন্যূনতম ১০ কিলোমিটারের মধ্যে করাতকল (স’মিল) স্থাপন করা বে-আইনী। এছাড়াও করাতকল স্থাপনের আগে নিতে হয় সরকারী অনুমোদন। প্রতিদিন ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টার আগে বা পরে করাতকল পরিচালনা না করারও বিধান রয়েছে। অথচ এসব বিধি-বিধান লঙ্ঘন করেই তিন উপজেলার বনাঞ্চলের পাঁচ কিলোমিটারের মধ্যে প্রায় ৩০টি ও ১০ কিলোমিটারের মধ্যে ৫৫টি স’মিল চলছে প্রতিনিয়ত।
সরকারী নিয়মানুযায়ী স’মিল স্থাপনের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা পৌরসভা থেকে ট্রেড লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের অনুমতি ও সবশেষ বন বিভাগ থেকে নিবন্ধন নিতে হয়। লাইসেন্স বাধ্যতামূলক হলেও কেউ মানছে না এ আইন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষও নিচ্ছে না কোন কার্যকর ব্যবস্থা। ফলে যারতার ইচ্ছেমতো বসানো হচ্ছে করাতকল। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কাঠ চিরাই চলছে।
বন বিভাগের তথ্যমতে, এ তিন উপজেলায় অন্তত ১৭৫টি স’মিল রয়েছে। যার মধ্যে লাইসেন্স রয়েছে মাত্র ২৮টির। সবচেয়ে খারাপ অবস্থা শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায়। শ্রীবরদীতে মোট স’মিল রয়েছে ৭৫টি। আর লাইসেন্স রয়েছে মাত্র ৯টির। লাইসেন্স এর জন্য আবেদন জমা রয়েছে ৯টির। শ্রীবরদীর বন সংলগ্ন রাণীশিমুল ইউনিয়নের আনাচে-কানাচে গড়ে ওঠেছে স’মিল। সরকারী হিসেবে বনাঞ্চচলের মধ্যে ১৭টি স’মিল রয়েছে। নালিতাবাড়ী উপজেলায় মোট স’মিলের সংখ্যা ৭০টি। এরমধ্যে নিবন্ধন রয়েছে ১৫টির। নিবন্ধনের আবেদন জমা হয়েছে আরও ১০টির মতো। ২০টির মতো স’মিল আছে বনাঞ্চলের মধ্যে। ঝিনাইগাতি উপজেলায় স’মিলের সংখ্যা ৩০টির মতো। এরমধ্যে নিবন্ধন রয়েছে মাত্র ৪টির। উপজেলার ধানশাইল ইউনিয়নের বাগেরভিটা এলাকায় বনের নিষিদ্ধ সীমানার মধ্যে রয়েছে ৪টি করাতকল।
নাম প্রকাশে অনিচ্ছুক এক অবৈধ স’মিল মালিক বলেন, আমরা মাসোহারার বিনিময়ে মিল চালাই। কখন মোবাইল কোর্ট পরিচালনায় আসবে তা আগে থেকেই আমাদের জানিয়ে দেওয়া হয়। ফলে আগেই আমরা সতর্ক সংকেত পেয়ে করাতকল বন্ধ করে দেই। স’মিল মালিকদের অভিযোগ, আবেদন করেও বছরের পর বছর ধরে লাইসেন্স পাওয়া যাচ্ছে না।
স্থানীয়দের অভিযোগ, বন বিভাগের এক শ্রেণির অসাধু কর্মকর্তা-কর্মচারী ও কিছু নেতার তদবির এবং আশ্রয়-প্রশ্রয়ে গড়ে ওঠেছে এসব স’মিল।
বন কর্মকর্তাদের অভিযোগ, আমরা ইচ্ছে করলেই মোবাইল কোর্ট পরিচালনা করতে পারি না। সেখানে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রয়োজন। যা সময়মতো পাওয়া যায় না।
শেরপুরের সহকারী বন সংরক্ষক ড. প্রাণতোষ চন্দ্র রায় জানান, লোকবল সংকট, রাজনৈতিক হস্তক্ষেপ ও কিছু অসাধু কর্মচারীর কারনে ব্যবস্থা নিলেও আবার আগের অবস্থায় চলে আসে। মোবাইল কোর্টের জন্য বারবার আবেদন করেও প্রশাসনের ব্যস্ততার কারনে তারা সময় দিতে পারেন না। তবে বনাঞ্চল থেকে স’মিল সড়াতে জরুরী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com