1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০১:৪০ অপরাহ্ন

ইউপি নির্বাচন রামচন্দ্রকুড়া : জনপ্রিয়তা ধরে রেখেছেন খোকা, মনোনয়নে আসতে পারে নতুন মোড়

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১

বাংলার কাগজ প্রতিবেদক : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নালিতাবাড়ী উপজেলার ১২টি ইউনিয়নে ডজন ডজন চেয়ারম্যান প্রার্থীর নানারকম প্রচারণা চোখে পড়ছে। এরমধ্যে বেশিরভাগ প্রার্থী ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশি। কিছু সংখ্যক প্রার্থী স্বতন্ত্র রয়েছেন। তবে মাঠজুড়ে আওয়ামী লীগ সমর্থক প্রার্থীর ছড়াছড়ি লক্ষ্যণীয়। এসব প্রার্থীর মধ্যে অনেকের জনপ্রিয়তা বলাচলে শুন্যের কোঠায়। অনেকেই আবার বেশ জনপ্রিয়। কেউবা দলের আনুগত্যের বাইরে থাকায় সমালোচিত কেউবা আনুগত্য মেনে চলায় প্রশংসিত। সে প্রেক্ষিতে নালিতাবাড়ীর কোন ইউনিয়নে দলীয় মনোনয়ন এবং সম্ভাব্য বিজয় কোন প্রার্থীর নাগালে তা নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের অংশ হিসেবে আজ তোলে ধরা হলো ৫ নং রামচন্দ্রকুড়া ইউনিয়নের নির্বাচনী হালচাল।
৫ নং রামচন্দ্রকুড়া ইউনিয়নে স্বতন্ত্র ও আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশি মিলে মোট চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা ৬ জন। এরা হলেন- বর্তমান চেয়ারম্যান খোরশেদ আলম খোকা, সাবেক চেয়ারম্যান আমান উল্লাহ বাদশা, সাবেক চেয়ারম্যান প্রয়াত বদর উদ্দিন আহমেদের ছেলে দেলোয়ার হোসেন, সাবেক চেয়ারম্যান নূরুল ইসলাম মাস্টারের ছেলে হাফিজুল ইসলাম জুয়েল, সাবেক সংরক্ষিত নারী ইউপি সদস্য রহিমা বেগম ও শাহ পরান।
বর্তমান চেয়ারম্যান খোরশেদ আলম খোকা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। তিনি আসন্ন নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশি হয়েছেন। গেল নির্বাচনে দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি মোটরসাইকেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে বিপুল ভোটে জয়লাভ করেন। এরপর থেকে তার সহজ-সরলতা এবং গরীব-দুস্থদের সরকারী সেবা প্রদানে কোনপ্রকার ব্যক্তিগত সুবিধা গ্রহণ না করা ইত্যাদি কারণে তার ইমেজ ও জনপ্রিয়তা দুটোই ধরে রাখতে সক্ষম হয়েছেন। বিগত সময় ধরে দলীয় কর্মকান্ডে নেতাকর্মীসহ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সবসময় স্থানীয় সংসদ সদস্যের অনুগত হয়ে শৃঙ্খলা মেনে দলীয় কর্মকান্ডে অংশগ্রহণ তাকে দলের কাছে গ্রহণযোগ্য করে তোলেছে। এছাড়াও গেল ফেব্রুয়ারিতে খোকার সমর্থনে ইউনিয়ন আওয়ামী লীগের অধিকাংশ নেতা, ইউনিয়ন যুবলীগ ও কৃষক লীগসহ আওয়ামী ঘারানার প্রায় নব্বইভাগ নেতাকর্মী ও সমর্থক খোকার সমর্থন জানিয়ে এক মতবিনিময় সভা শেষে রেজুলেশন তৈরি করে। তবে গত নির্বাচনে বিদ্রোহী স্বতন্ত্র হিসেবে প্রার্থী হওয়ায় কেউ কেউ আসন্ন নির্বাচনে তার দলীয় মনোনয়ন প্রাপ্তি নিয়ে প্রশ্ন তোলেছেন। এক্ষেত্রে কোন কারণ বশত তিনি দলীয় মনোনয়ন না পেলেও পুনরায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে থাকলে এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন হলে পুনরায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উল্লাহ বাদশা গেল নির্বাচনে দলীয় প্রতীকে অংশ নিলেও স্বতন্ত্র প্রার্থী খোকার কাছে হেরে যান। এরপর থেকে তিনি খোকাবিরোধী হতে গিয়ে দলের অধিকাংশ কর্মকান্ড থেকে নিজেকে গুটিয়ে আওয়ামী লীগেরই অন্য একটি গ্রুপের সাথে সম্পৃক্ত হয়ে পড়েন। পরপর গেল দুইটি উপজেলা পরিষদ নির্বাচনেও তিনি দল সমর্থিত প্রার্থীর বিপক্ষে সরাসরি অবস্থান নিয়েছেন। তার অনেক স্বজনের প্রভাব নিয়েও রয়েছে বিতর্ক। বিশেষ করে, সাধারণ মানুষকে নানা কারণে নাজেহালের বিষয়টি মূল্যায়ন করছেন ভোটাররা। তবে আমান উল্লাহ বাদশা একজন দক্ষ চেয়ারম্যান হিসেবে ইতিপূর্বে সুনাম করায় এবং ব্যক্তিগতভাবে এলাকার রাজনীতিতে প্রভাবশালী হওয়ায় তার অবস্থানও যথেষ্ট শক্ত। দলীয় মনোনয়নের বাইরে প্রার্থী হলে তাকে ঘিরে জোরালো আলোচনা পাওয়া যায়নি। তবে দলীয় মনোনয়ন পেলে সেক্ষেত্রে তার বিজয় সম্ভাবনাময়ী দেখছেন ভোটারেরা।
ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন তার পারিবারিক ও ব্যক্তিগত ইমেজে প্রার্থীদের মধ্যে তিনি অন্যতম। বিশেষ করে, আমান উল্লাহ বাদশা ও খোরশেদ আলম খোকার সাথে পাল্লা দেওয়ার মতো নিরব ভোটার রয়েছে তার ব্যাংকে। আওয়ামী লীগ প্রার্থী বাছাইয়ে ন্যুনতম ভুল করলে দেলোয়ার বিজয়ী হওয়ার যথেষ্ট সুযোগ রাখেন। যদিও বিএনপি থেকে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। তথাপিও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে থাকবেন বলে শতভাগ নিশ্চিত করেছেন।
এদিকে খোরশেদ আলম খোকা ও আমান উল্লাহ বাদশা একই পরিবারভুক্ত দুই ভাই হওয়ায় দীর্ঘদিন যাবত উভয়ের মাঝে ব্যাপক দূরত্ব ও প্রতিদ্বন্দ্বিতামূলক সংঘাতপূর্ণ আচরণের ইঙ্গিত সুস্পষ্ট। এই দুই ভাই তথা তাদের সমর্থকদের মধ্যে নির্বাচনী সংঘাতের শঙ্কা সর্বমহলে স্বীকৃত। এমতাবস্থায় রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে ও সংঘাত এড়িয়ে চলতে কৌশল হিসেবে দলীয় মনোনয়ন প্রাপ্তির স্বপ্ন দেখছেন যুবলীগ নেতা হাফিজুল ইসলাম জুয়েল। গেল করোনাকালীন সময় থেকে ব্যক্তিগত তহবিলে অর্থিক সহযোগিতা, বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশ নেওয়া ও রাজনৈতিক সকল কর্মকান্ডে দলের সাথে সম্পৃক্ত থেকে বাস্তবায়নসহ নানা কারণে তাকে ঘিরে নতুন গেম হয় কিনা এ বিষয়টিও উড়িয়ে দেওয়া যায় না।
সাবেক সংরক্ষিত নারী ইউপি সদস্য রহিমা বেগম পাহাড়ি কন্যা বলে এলাকায় পরিচিত। পাহাড়ি কন্যা রহিমা গেল নির্বাচনে পুনরায় সংরক্ষিত নারী ইউপি সদস্য হিসেবে প্রার্থী হলেও পরাজিত হন। এরপর থেকে তিনি চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালিয়ে আসছেন। বিজয়ের সম্ভাবনা না থাকলেও কিছু ভোট তার ঘরেও রয়েছে।


অন্য প্রার্থী আওয়ামী লীগ কর্মী শাহ পরান। তিনি মূলত প্রয়াত আওয়ামী লীগ নেতা আজিজুল হক মেম্বারের ছোট ভাই হিসেবে নিজেকে পরিচিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রয়াত আজিজুল হক এলাকায় যথেষ্ট জনপ্রিয় ব্যক্তি ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com