1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০১:৫০ অপরাহ্ন

হালুয়াঘাটে করোনা টিকা নেওয়ার আগ্রহ বাড়ছে

  • আপডেট টাইম :: বুধবার, ১৪ এপ্রিল, ২০২১

হালুয়াঘাট (ময়মনসিংহ) : দেশে বেশকিছুদিন ধরে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। ইতিমধ্যেই সারা দেশে দ্বিতীয়বারের মতো লগডাউন শুরু হয়েছে। ফলে ময়মনসিংহের সিমান্তবর্তী হালুয়াঘাট উপজেলায় করোনা টিকা গ্রহণে আগ্রহ বাড়ছে মানুষের। মঙ্গলবার সকালে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায় করোনা টিকা নিতে মানুষের লম্বা লাইন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আগে গড়ে প্রতিদিন ৩০ থেকে ৪০ জন মানুষ টিকা নিয়েছিলেন। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় মানুষের মধ্যে টিকা নেওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে গড়ে প্রতিদিন ১৩০ জন মানুষ করোনা ভ্যাকসিন নিচ্ছেন। ইতিমধ্যেই প্রথম ধাপে ৮ হাজার ভ্যাকসিন দেওয়া হয়েছে। এগুলো আবার দ্বিতীয় ডোজ হিসেবে দেওয়া হচ্ছে। এছাড়াও নতুন অনেকেই টিকা নিচ্ছেন।
করোনা টিকা নিতে আসা সামছুল আলম সামস্, বাচ্চু, হামিদুল সহ বেশ কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, করোনা ভ্যাকসিন ডোজ গ্রহণে প্রথমে মানুষের মধ্যে শঙ্কা কাজ করছিল। আস্তে আস্তে সেই শঙ্কা কেটে গেছে। যে কারণে মানুষের টিকা নিতে আগ্রহ বেড়েছে। বর্তমানে এই টিকার কোন পার্শ্ব প্রতিক্রিয়া না থাকা ও করোনা রোগী দেশে বৃদ্ধি পাওয়ায় কারণে মানুষের মাঝে টিকা গ্রহণে আগ্রহ বেশী।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুনির আহমেদ বলেন, প্রথম দিকে মানুষের মধ্যে ভয়ভীতি কাজ করেছে। যারা টিকা নিয়েছেন এখন পর্যন্ত তাদের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। ফলে জনসাধারণের মধ্যে টিকা নেওয়ার আগ্রহ বাড়ছে। প্রথম ডোজ যারা নিয়েছেন তারা এখন দ্বিতীয় ডোজ নিচ্ছেন। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির পেয়েছে। আমাদের পরামর্শ থাকবে ৪০ বছরের উপরে যাদের বয়স তারা সকলেই এই টিকা গ্রহণ করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com