1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০১:৪৮ অপরাহ্ন

নকলায় প্রস্ফুটিত শেরপুর ফেসবুক গ্রুপের মাস্ক ও সাবান বিতরণ

  • আপডেট টাইম :: বুধবার, ১৪ এপ্রিল, ২০২১

শফিউল আলম লাভলু, স্টাফ রিপোর্টার: মহামারী করোনার সেকেন্ড ওয়েভ মোকাবেলায় জনসচেতনা তৈরির লক্ষে শেরপুরের নকলায় মঙ্গলবার (১৩ এপ্রিল) মাস্ক ও সাবান বিতরণ করেছেন প্রস্ফুটিত শেরপুর ফেসবুক গ্রুপ। উক্ত কর্মসূচির উদ্বোধন করেন পৌর মেয়র হাফিজুর রহমান লিটন।
এ সময় উপজেলা পরিষদরে ভাইচ চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদারসহ প্রস্ফুটিত শেরপুর ফেসবুক গ্রুপ এডমিন প্যানেলের সদস্যরা।
প্রস্ফুটিত শেরপুর ফেসবুক গ্রুপের এডমিন প্যানেল বলেন, “ঘরের বাইরে সব সময় মাস্ক পরি-সামাজিক দূরত্ব বজায় রাখি-করোনা প্রতিরোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নকলা পৌর শহরের হলপট্রি, নালিতাবাড়ি মোড়, কাচারী রোড ও উত্তরবাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জনসমাগমপূর্ণ স্থানগুলোতে মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে। এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে। তারা আরো বলেন, আসুন সবাই সরকার কর্তৃক নির্ধারিত নীতিমালা মেনে চলে করোনা মোকাবেলা করি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com