নালিতাবাড়ী (শেরপুর): শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় এলজিইডি’র আওতাধীন একটি সরকারী পাকা রাস্তার মূল্যবান শতাধিক গাছ উধাও হয়ে গেছে। দিনের আলোতে ধীরে ধীরে অন্তত ১৫ লক্ষাধিক টাকা মূল্যের এসব গাছ উধাও হলেও ভ্রুক্ষেপ নেই কর্তৃপক্ষের।
এলাকাবাসীর মৌখিক অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে গেলে দেখা যায়, উপজেলার বাঘবেড় ইউয়িনের বাঘবেড় বাজার থেকে নন্নী ইউনিয়নের সীমানা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকায় থাকা রাস্তার দুই পাশের পুরনো মূল্যবান আকাশমনি গাছের অসংখ্য গুড়ি (মোথা) পড়ে আছে। এলজিইডি’র তত্ত্বাবধানে থাকা ওই পাকা সড়কের দুইপাশে অন্তত প্রায় আঠারো বছর আগে এলজিইডি’র উদ্যোগে লাগানো হয় গাছগুলো। বর্তমানে এক একটি গাছের গড় ব্যাস বা বেড় দাড়িয়েছে অন্তত প্রায় ৪-৫ ফুটে। গড় উচ্চতা প্রায় ৩০-৩৫ ফুট। গাছের ছালের নিচেই ভিতরে আঁশ বা ফাইবার কালচে রঙের ধারণ করায় গত প্রায় দুই বছর যাবত এসব গাছে লোলুপ দৃষ্টি পড়ে স্থানীয় একটি প্রভাবশালী মহলের। রাজনৈতিকভাবে প্রভাবশালী ওই মহলটি বিভিন্ন সময় নানা অজুহাতে একটি দুটি করে প্রায় শতাধিক গাছ কেটে নিয়ে গেছে প্রকাশ্যে। গেল সপ্তাহে কেটে নেয় বাঘবেড় ‘বকবাড়ি’ খ্যাত পুকুর ও রাস্তা সংলগ্ন স্থান থেকে আরও একটি মূল্যবান গাছ। যেসব গাছের একেকটির মূল্য অন্তত ১৫-২০ হাজারের উপরে। সে হিসেবে কমপক্ষে ১৫ লক্ষাধিক টাকার গাছ ইতিমধ্যেই বাঘবেড় পিঁচঢালা রাস্তা ও পিঁচঢালা রাস্তা থেকে বাঘবেড় টাকিমারী রাস্তার দুইপাশ থেকে কেটে ফেলা হয়েছে। গাছ কাটার সাথে জড়িতরা প্রভাবশালী হওয়ায় সবার চোখে আপত্তি থাকলেও বাঁধা দেন না কেউই। যথাযথ কর্র্তৃপক্ষ বিষয়টি মাঝেমধ্যে জানতে পারলেও জড়িতরা প্রভাবশালী হওয়ায় নিরব থাকেন। এমতাবস্থায় সরকারী মূল্যবান এসব গাছ কর্তনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং টিকে থাকা গাছগুলোকে ওই সিন্ডিকেটের হাত থেকে রক্ষা করতে উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান, ক্ষমতাসীন রাজনৈতিক দল ও ইউনিয়ন পরিষদের সাথে সম্পৃক্তরাই এসব গাছ কাটার সাথে সরাসরি জড়িত। তারা আরও জানান, বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে একটি দুটি করে গাছগুলো ধীরে ধীরে কেটে ফেলা হচ্ছে। এভাবে চলতে থাকলে কিছুদিন পর রাস্তার দুইপাশে দাড়িয়ে থাকা আর কোন গাছই অবশিষ্ট থাকবে না।
এ বিষয়ে যোগাযোগ করা হলে এলজিইডি (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) এর বর্তমান উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, গাছ কাটার বিষয়টি তাদের জানা নেই। তবে জানার পর তিনি উর্ধতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভিন জানান, বিষয়টি আমার জানা নেই। আমি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।