1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৪:২১ অপরাহ্ন

বাংলার কাগজ-এ সংবাদ : প্রতারক প্রেমিক স্কুল শিক্ষককে শোকজ

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর): স্ত্রী-সন্তান রেখে অন্যের সুন্দরী স্ত্রীকে ফুসলিয়ে প্রেমের ফাঁদে ফেলে অর্থ আত্মসাত, সম্ভ্রমহানি ও শেষমেস বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সংসার ভাঙিয়ে কেটে পড়া প্রতারক প্রেমিক স্কুল শিক্ষক মাহফুজ হাসানকে কারণ র্দশানোর নোটিশ দিয়েছেন নালিতাবাড়ী উপজেলা শিক্ষা কর্মকর্তা তৌফিকুল ইসলাম।
বাংলার কাগজ এর অনলাইন সংস্করণে ১৪ এপ্রিল ‘প্রেমের ফাঁদে প্রতারণা করে তরুণীর সর্বস্ব কেড়ে নিল স্কুলশিক্ষক মাহফুজ’ শিরোনামে খবরটি প্রকাশিত হলে ওই খবরের রেফারেন্স টেনে কেন তার (স্কুল শিক্ষক) বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না মর্মে ১৫ এপ্রিল ইস্যুকৃত কারণ দর্শানোর নোটিশের জবাব আগামী ২২ এপ্রিলের মধ্যে ডকুমেন্টসহ দাখিল করতে বলা হয়েছে।
এদিকে বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসা করতে প্রতরণা ও বিয়ের প্রলোভনে অসংখ্যবার ধর্ষণের শিকার ওই তরুণীকে নানাভাবে অপচেষ্টা চালিয়ে আসছে কাকরকান্দির স্থানীয় কয়েকজন। স্থানীয় সংরক্ষিত নারী ইউপি সদস্যসহ সংশ্লিষ্টরা এর সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।
উল্লেখ্য, ময়মনসিংহের ভালুকা উপজেলার আসকা গ্রামের আলমগীর হোসেনের ৭ম শ্রেণি পড়–য়া ওই কন্যা গত ২০০৯ সালে তার নানা বাড়ি নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি গ্রামে বেড়াতে আসে। ওই সময় একই গ্রামের বরকত আলীর তরুণ ছেলে মাহফুজ হাসানের সাথে তার পরিচয়। মাত্র সপ্তাহ খানেকের পারস্পরিক ভালো লাগার পর ওই কিশোরী পিত্রালয়ে চলে গেলে আর কোন যোগাযোগ হয়নি। এরপর ২০১২ সালে মাহফুজ প্রেম করে বিয়ে করে ফেলে। অন্যদিকে ২০১৩ সালে ওই তরুণীও বিয়ে হয়ে যায় গাজীপুরের কড্ডা এলাকায় জনৈক যুবকের সঙ্গে। উভয়ের সংসারে একটি করে সন্তানও আসে।
২০১৮ সালে ওই তরুণী তার সন্তানসহ নানাবাড়ি কাকরকান্দিতে বেড়াতে এলে পুনরায় মাহফুজের সাথে দেখা হয়। এসময় মাহফুজ ওই তরুণীকে পেছনের কথা স্মরণ করিয়ে পুনরায় সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে নানা কৌশলের আশ্রয় নেয়। সেই থেকে বর্তমানে ‘বেগম রওশন-ডাঃ আমজাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়’ এর সহকারী শিক্ষক মাহফুজ ও তরুণীর মধ্যে পরকীয়া চলছিল। এরই মধ্যে মাহফুজ বিভিন্ন সময় নানা অজুহাতে বর্তমানে একটি মোবাইল কোম্পানীর কাস্টমার কেয়ারে চাকুরী করা ও ভাওয়াল বদলে আলম কলেজে অনার্স শেষ বর্ষে পড়–য়া ওই তরুণীর কাছ থেকে তিন লক্ষাধিক টাকা ঋণ হিসেবে নেয়। কিছুদিন আগে ৫০ হাজার টাকা ফেরত দিয়ে বাকী টাকা দিতে অপারগতা প্রকাশ করে মওকুফ করতে বলে মাহফুজ।
অগাধ বিশ্বাসে ওই তরুণী এ নিয়ে কোন কথা না বাড়িয়ে সম্পর্কের কাছে নিজের শরীরসহ সবকিছু বিলিয়ে দেয়। একপর্যায়ে গেল বছরের শেষদিকে বিয়ের কথা বললে স্কুল শিক্ষক মাহফুজ আগের স্বামীকে তালাক দিতে পরামর্শ দেয়। পরামর্শ মেনে তরুণী গেল বছরের শেষদিকেই তার স্বামীকে তালাক দেয়। এরপর থেকেই মাহফুজ নিজেকে গুটিয়ে আনতে শুরু করে। একপর্যায়ে মোবাইল নাম্বার পাল্টে যোগাযোগের সব মাধ্যম বন্ধ করে দেয়। বাধ্য হয়ে সংসার ভাঙা ওই তরুণী নানা মাধ্যমে মাহফুজের সন্ধান করে। শেষ পর্যন্ত গতকাল ১৩ এপ্রিল মঙ্গলবার বিকেলে বিয়ের দাবী নিয়ে মাহফুজের বাড়ি হাজির হয়। এসময় মাহফুজের বাড়ির লোকজন তাকে মরধর করে বের করে দেয়। একপর্যায়ে তরুণী সাথে থাকা সেভলন পান করে আত্মহননের চেষ্টা চালায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নালিতাবাড়ী হাসপাতালে ভর্তি করে। বর্তমানে ওই তরুণী সুস্থ হয়ে নানাবাড়ি রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com