শেরপুর: শেরপুর সদরে শাহানা বেগম (৩৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে মুন্সিরচর টানকাছার গ্রামের বাড়ি থেকে ওই লাশ উদ্ধার করা হয়। শাহানা ওই গ্রামের আয়নাল হকের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার ভোর রাতে শাহানার বড় ছেলে সাঈদ ঘুম থেকে জেগে দেখে তার মা ঘরে নেই। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি কাঁঠাল গাছের ডালে গলায় রশি দিয়ে শাহানাকে ঝুলতে দেখে স্বজনেরা। এ সময় স্থানীয় লোকজন শাহানাকে গাছ থেকে নামানোর পরপরই মারা যান তিনি।
জানা গেছে, শাহানা বেগমের স্বামী আয়নাল হক সৌদি প্রবাসে আর শাহানা তিন ছেলে নিয়ে মুন্সিরচর টানকাছার গ্রামের বাড়িতে থাকেন। গত বুধবার সকালে বোরো ধান সেদ্ধ করা নিয়ে শাহানার সঙ্গে তার এক জায়ের বাগ্বিতন্ডা হয়। এ ছাড়া টাকা-পয়সা নিয়েও তাদের পারিবারিক কলহ চলছিল। এসব বিষয় নিয়ে শাহানার মনে ক্ষোভ-অভিমান ছিল।
সদর থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, শাহানার গলায় কালো দাগ দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।