শ্রীবরদী (শেরপুর): শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বসত বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। উপজেলার ভেলুয়া ইউনিয়নের ১১ এপ্রিল রবিবার সকালে দক্ষিণ লংগরপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। এ ঘটনায় শ্রীবরদী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দক্ষিণ লংগরপাড়া গ্রামে এনামুল হক ও আবু সুফিয়ান ওরফে মন্টু মিয়া একই গ্রামের মোফাজ্জল হোসেন ওরফে মুক্কা ও তাহার ভাইদের কাছ থেকে ২০ শতাংশ জমি ক্রয় করেন। কিন্তু তারা দলিল করে দেয়নি। উক্ত জমি এনামুল হক, আবু সুফিয়ান মন্টু মিয়ার ভোগ দখল করে আসছে। সম্প্রতি ওই একই জমি দক্ষিণ লংগরপাড়া গ্রামের আব্দুর রহিমের কাছে বিক্রি করেন তোফাজ্জল হোসেন ওরফে মুক্কা। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় রবিবার সকালে আব্দুর রহিম, মোফাজ্জল হোসেন মুক্কা, আব্দুল খালেক, সবুজ মিয়া, উজ্বল, আব্দুল মমিন, আলম মিয়া ও লাভলু মিয়াসহ আরো অনেকেই এনামুল হক ও আবু সুফিয়ানের বাড়িতে হামলা করে। হামলা করে আবু সুফিয়ানের বসতবাড়ি ভাংচুর করে টাকা-পয়সাসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়। এছাড়াও আবু সুফিয়ানের রান্না ঘরে অগ্নিসংযোগ করে। পরে তাদের বাড়ির সামনে বাশের ঘির দিয়ে চলে যায়।
এ বিষয়ে আবু সুফিয়ান বলেন, আমরা দীর্ঘ দিন যাবত মুক্কা ও তার দুই ভাইয়ের কাছ থেকে ২০ শতাংশ জমি কিনেছি। তারা জমির দলিল না করে দিয়ে আমাদের জমি দখল দিয়েছে। আমরা জমির ভোগদখল করে আসছি। কিন্তু মুক্কা ওই জমি পুনরায় আব্দুর রহিমের কাছে বিক্রি করেছে। আমাদের কাছ থেকে জমির দখল ছাড়িয়ে নেওয়ার জন্য আমাদের বাড়ি-ঘরে হামলা করেছে।
এ ব্যাপারে মোফাজ্জল হোসেন ওরফে মুক্কার সাথে একাধিবার যোগযোগ করেও তাকে পাওয়া যায়নি। মোফাজ্জল হক মুক্কার ছেলে উজ্বল মিয়ার হামলার বিষয়ে অস্বীকার করে বলেন, আবু সুফিয়ানের কাছে ১৫ শতাংশ জমি বিক্রি করা হয়েছে। ওইখানে আমাদের আরও জমি আছে। সেখান থেকে আমরা আব্দুর রহিমের কাছে জমি বিক্রি করেছি। তবে এখন পর্যন্ত কাউকে দলিল করে দেওয়া হয়নি।
অগ্নিসংযোগের বিষয়ে জানতে চাইলে উজ্জল বলেন, তারা নিজেদের ঘরে নিজেরাই অগ্নিসংযোগ করে আমাদের কথা বলছে।
এ বিষয়ে শ্রীবরদী থানার এস.আই ছামিউল হক বলেন, এ ঘটনায় আল আমিন বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি অভিযোগ করেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দ্রুত আইন ব্যবস্থা নেওয়া হবে।