1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৪:২৫ অপরাহ্ন

কলাপাড়ায় খেয়ার ইজারা নিয়ে দুর্নীতির অভিযোগ

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় কোটি টাকা মূল্যের ইজারা বালিয়াতলি খেয়া’য় ইজারাদার নিয়োগ না দিয়ে সরকারী খাস কালেকশনে নেয়ায় বিপুল পরিমাণ অর্থ রাজস্ব বঞ্চিত হয়েছে সরকার। ১৪২৭ সালে এ খেয়ার দরপত্র আহবানে ৮৯ লাখ ৫০ হাজার টাকার দরপত্র জমা পড়ে। কিন্তু ১৪২৮ সালে রহস্যজনকভাবে দুই-দুইবার একটি দরপত্র না পড়লেও তৃতীয় দরপত্র আহবানে জমা পড়ে ৯ লাখ টাকার ইজারা দরপত্র। পরিকল্পিতভাবে ইউএনও কোটি টাকা ইজারা মূল্যের এ খেয়াটি কাঙ্খিত মূল্যের দরপত্র জমা না পড়ার অজুহাতে খাস কালেকশনে নিয়ে নেন। এরপর সরকারী তহশিলদারের মাধ্যমে নির্ধারিত টাকা আদায়ের কথা বললেও ইজারামূল্যের দ্বিগুণ অর্থ আদায় করছে খাস কালেকশনে নিয়োজিত ইউএনও’র পাবলিক প্রতিনিধি।
শুক্রবার সরেজমিন বালিয়াতলি খেয়া ঘাটে গিয়ে দেখা যায়, বৈশাখ থেকে বালিয়াতলি খেয়াঘাটে সাধারণ মানুষের আর্থিক ভোগান্তি বাড়লেও খাস কালেকশনে লাভবান হচ্ছেন ইউএনও- এ গুঞ্জন এখন বালিয়াতলি খেয়া ব্যবহারকারী যাত্রীদের মধ্যে। খাস কালেকশনে কাগজে-কলমে নিয়োজিত তহশিলদার কামরুল ইসলাম টোল প্লাজায় নেই। খাস কালেকশন করছেন মুসা গাজীর প্রতিনিধি জানে আলম (৩৬), মো: ফয়সাল (২৬) ও বাবুল মৃধা (৪০)।
এছাড়া খেয়া নৌকায় আছে অজ্ঞাত দু’জন। অটোযোগে ২২ বান্ডিল পান নিয়ে যাচ্ছিলেন পৌর শহরের চিংগড়িয়া গ্রামের বিজয় শীল (৫৫)। খেয়া পারাপার নিয়ে কথা হয় তার সাথে। বিজয় শীল বলেন, অটোসহ খেয়া পারাপার ৫শ টাকা দিতে হচ্ছে। এটা আমাদের উপর জুলুম।
ওষুধ কোম্পানী অপসোনিন ফার্মা’র বিক্রয় প্রতিনিধি মো: মিজানুর রহমান বলেন, জরুরী ৪/৫টি ওষুধের কার্টুন নিয়ে খেয়ায় উঠতে যাওয়ার প্রাক্কালে ইজারাদারের লোকজন দুর্ব্যবহার শুরু করে। কার্টুন নিয়ে খেয়া পারাপারে ১হাজার টাকা দিতে বলেন তারা। অনেক দর কষাকষি ও অফিস এ টাকা দেবে না বলে অনুরোধ করার পরও ৪শ টাকা নেয়।
স্কয়ার ওষুধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধি আবুল বাশার বলেন, খেয়া পারাপারে ওষুধের কার্টুন প্রতি ৩শ টাকা দিতে হয়। তাও এ নিয়ে ইজারাদারের লোকজনের সাথে সমঝোতা হওয়ার পর।
নাম প্রকাশে অনিচ্ছুক খেয়াঘাট এলাকার স্থানীয় এক ব্যবসায়ী বলেন, রাত ৮টার পর খেয়া পারাপারে দ্বিগুণ ভাড়া আদায় করা হয়। ২৪ ঘন্টা চলে এ খেয়া। এ ঘাটেই সবচেয়ে বেশি ইনকাম ইজারাদারের।
উল্লেখ্য, ১৪২৫ সালে ভ্যাট ও ট্যাক্স ছাড়াই ৮০ লাখ টাকায় খেয়াটির ইজারাদার নিযুক্তি লাভ করেন দিদারুল আলম বাবুল। ১৪২৬ সালে ৮৪ লাখ টাকায় ইজারাদার নিযুক্তি লাভ করেন জাকি হোসেন জুকু। ১৪২৭ সালে ৮৯ লাখ ৫০ হাজার টাকায় খেয়াটির ইজারাদার নিযুক্তি লাভ করেন মো: মুসা গাজী। এরপর মুনাফাসহ ইজারাদারের এ অর্থ আদায়ে মানুষকে আর্থিক, মানসিক ও শারিরীক নির্যাতনের শিকার হতে হয়। যা উপজেলা প্রশাসনের মাসিক সভায় এজেন্ডা হিসেবে আসে বারবার। বিষয়টি গণমাধ্যমে শিরোনাম হলে কিছুটা স্বস্তি মানুষের মাঝে এলেও আবার যেই-সেই।
খাস কালেকশনের দায়িত্বে নিয়োজিত মুসা গাজী জানান, ২০০৮ ইং সাল থেকে এ খেয়া পরিচালনা করছেন। খেয়া ঘাটে ৩টি খেয়া নৌকা ব্যবহার করা হচ্ছে। এরমধ্যে দু’টি বড় ও ১টি ছোট। এসব নৌযানে বছরে তেল ও মবিল খরচ হয় বারো লাখ সাড়ে চার হাজার টাকা। বছরে নৌকা মেরামত খরচ ২ লাখ টাকা। পন্টুনসহ ঘাট মেরামত খরচ ২/৩ লাখ টাকা হয়।
এছাড়া ডে শিফট ও নাইট শিফটে কর্মরত ১২ জন লোকের বছরে বেতন খরচ ৩ লাখ ৬৬ হাজার টাকা। এদের নি¤েœ ২ হাজার টাকা করে বছরে ২টি ঈদ বোনাস বাবদ আরও খরচ আছে ৪৮ হাজার টাকা। এছাড়া ঘাট ইজারা ও নৌকা তৈরি খরচসহ কোটি টাকা ইনভেস্ট করে গত বছর প্রায় ২৮ লাখ টাকা লোকসান হওয়ায় এ বছর ৯ লাখ টাকায় দরপত্র লিখে জমা দিয়েছি।
খাস কালেকশনের খেয়াঘাটে তহশিলদারের অনুপস্থিতি, টাকা আদায় ও সরকারী কোষাগারে জমা দেয়া কিংবা ইউএনও এবং উপজেলা চেয়ারম্যানের কাছে জমা দেয়া সংক্রান্ত বিষয়ের সব প্রশ্নের উত্তর এড়িয়ে যান তিনি। গত বছর লোকসান হলেও এ বছর তা পুষিয়ে যাওয়ার বিষয়ে আশাবাদী তিনি।
কলাপাড়া উপজেলা হাট-বাজার ও খেয়া ইজারা কমিটির সদস্য কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল বলেন, এ বছর তিনবার দরপত্র আহবান করেও পূর্বের ৩ বছরের ইজারা গড় মূল্যের কাঙ্খিত দরপত্র জমা না পড়ায় খেয়াটি খাস কালেকশনে নেয়া হয়েছে। তহশিলদারের তত্ত্বাবধানে খেয়ার ইজারা আদায় করার পর আদায়কৃত অর্থ খাস কালেকশনের কোডে সরকারী কোষাগারে জমা দেয়ার নিয়ম বলে মন্তব্য করেন তিনি।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক এর বক্তব্য জানতে একাধিকবার সংযোগ স্থাপনের চেষ্টা করেও তিনি রিসিভ না করায় সংযোগ পাওয়া যায়নি।
কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান বলেন, খেয়াটির ইজারা দরপত্র পরিষদের ম্যানুয়াল অনুযায়ী দু’বার আহবান করা হলেও একটিও দরপত্র পড়েনি। তৃতীয় দরপত্র আহবানে মুসা গাজী ৯ লাখ টাকার দরপত্র জমা দেয়। যার দরুণ এটি খাস কালেকশনে নেয়া হয়। এর ইজারা মূল্য বহু পূর্বের। তাই মিটিং করে মূল্য সংশোধন করে হালনাগাদ করে দেয়া হবে।
তিনি আরও বলেন, খাস কালেকশনে নেয়ার বিষয়ে এক টাকারও সংশ্লিষ্টতা নেই আমার ও ইউএনও সাহেবের। এক মাস পর আমরা বলতে পারবো কত কালেকশন হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com