শফিউল আলম লাভলু, স্টাফ রিপোর্টার: করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় দ্বিতীয় বারের ডাকা লকডাউনের আজ ৪র্থ দিন। শেরপুরের নকলার পৌর শহরের প্রবেশদ্বার গুলোতে পুলিশের নজরদারী বৃদ্ধি করলেও ঠিকমতন মানছে না কেউ সরকারের ডাকা লকডাউন।
শহরের অলিগলিসহ প্রধান রাস্তায় বৃদ্ধি পেয়ে ব্যাটারী চালীত অটো রিক্সা। নানা অজুহাতে মানুষ ঘর থেকে বের হচ্ছে। কেউ আবার লকডাউন দেখার জন্য বের হচ্ছে। পুলিশ ও ম্যাজিস্ট্রেটের গাড়ি শহরে প্রবেশ করলে মনে হয় লকডাউন। এ যেন চোর-পুলিশ খেলা। মাঠে তৎপর রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীসহ উপজেলা প্রশাসন।