শ্রীবরদী (শেরপুর) : শ্রীবরদীতে আদালত থেকে জামিনে এসে মামলার বাদীকে হুমকির অভিযোগ উঠেছে। উপজেলার খরিয়া কাজির চর ইউনিয়নের পূর্ব রূপারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। হুমকির কারণে মামলার বাদী আতংকিত হয়ে পড়েছে।
মামলা সূত্রে জানা গেছে, ২ এপ্রিল রাতে পূর্ব রূপারপাড়া গ্রামের বাহাদুর তাহার গরুর খাদ্য হিসাবে চাষ করা লিপিয়া ঘাসের ক্ষেত দেখতে যায়। ওই সময় একই গ্রামের সোহেল মিয়ার স্ত্রী মোছা: মনি বেগমকে তিন জন ছেলের সাথে খোলামেলা অবস্থায় ওই ঘাসের ক্ষেতে দেখতে পায় বাহাদুর। তাদের এ অবস্থায় দেখে চিৎকারে দিলে তারা বাহাদুরকে মারপিট করে। পরে বাহাদুরকে মারপিটের বিষয়ে এলাকায় বিচার চাইলে ৪ এপ্রিল বাহাদুর ও তার স্ত্রী মোছা: মমতাজ বেগমকে মারপিট করে গুরুতর আহত করে তারা। পরে বাহাদুর ও মমতাজ বেগম শেরপুর সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেয়। এ বিষয়ে বাহাদুরের স্ত্রী মোছা: মমতাজ বেগম বাদী হয়ে মমতাজ উদ্দিনের ছেলে সাজু মিয়া (৩০) সহ ৯জনকে এজাহার নামীয় ৪/৫জনকে অজ্ঞাতনামা আসামী করে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করে। যার মামলা নম্বর ১৯ তাং- ১৫/০৪/২০২১। ওই মামলায় এজাহার নামীয় আসামী মমতাজ উদ্দিনের ছেলে সাজু মিয়া (৩০) ও মৃত মোবারক হোসেনের ছেলে খুরুম (২৮) কে গ্রেফতার করে শ্রীবরদী থানা পুলিশ। তাদেরকে ১৬ এপ্রিল আদালতে সোর্পদ করলে আদালত তাদেরকে জামিনে মুক্তি দেন। আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে মামলার বাদী মোছা: মমতাজ বেগম ও বাহাদুরকে হুমকি দিচ্ছে বলেন অভিযোগ তুলেছে মমতাজ বেগম। মামালা বাদী মমতাজ বেগম বলেন, সাজু ও খুরুম আদালত থেকে জামিনে এসে আমাদেরকে হত্যার হুমকি দিতেছে। এছাড়াও আমাকে তুলে নিয়ে যাবে বলেও হুমকি দিচ্ছে। এ ব্যাপারে অভিযোগ খুরুমের ব্যবহৃত মোবাইল নাম্বারে ফোন দিয়ে যোগাযোগের চেস্টা করলে ফোন বন্ধ পাওয়া যায়।