নালিতাবাড়ী (শেরপুর) : অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে নালিতাবাড়ী উপজেলা প্রশাসন। শনিবার (১৭এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভিন এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে অবৈধভাবে উত্তোলিত দুই ট্রাক বালু জব্দ ও ৫টি শ্যালু মেশিন ধ্বংস করা হয়।
সূত্র জানায়, প্রশাসনের বিধিনিষেধ থাকা সত্বেও কতিপয় বালু ব্যবসায়ী ভোগাই ও চেল্লাখালী নদীর একাধিক এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন চালিয়ে আসছিল। শনিবার বিকেলে এমন তথ্যের ভিত্তিতে ভোগাই নদীর কালাকুমা ও চেল্লাখালী নদীর বারমারী বাজার এলাকায় অবৈধ বালু উত্তোলনবিরোধী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। অভিযানকালে কালাকুমা থেকে বালু উত্তোলনে ব্যবহৃত একটি শ্যালু মেশিন ধ্বংস করা হয়। চেল্লাখালী নদীর বারমারী এলাকা থেকে ধ্বংস করা হয় বালু উত্তোলনে ব্যবহৃত আরও চারটি শ্যালু মেশিন। জব্দ করা মোট দুই ট্রাক বালু।