শফিউল আলম লাভলু, স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলা উপজেলার বিভিন্ন এলাকায় কুকুরের কামড়ে অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতের মধ্যে নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধ রয়েছে।
গত রোববার (১৮ এপ্রিল) সকাল থেকে সোমবার (১৯ এপ্রিল) সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন মহল্লায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলায় আতঙ্ক বিরাজ করছে।
আহতরা হলেন- শেরপুর সদর উপজেলার আলিনাপাড়া এলাকার চান মিয়ার পুত্র মুক্তার (৮), নকলা উপজেলার ভূর্দি এলাকার মমিনের পুত্র অন্তর (২০), পৌরসভাধীন চরকৈয়া গ্রামের রিয়াজ উদ্দিনের পুত্র আবু বক্কর সিদ্দিক (২৪), আইয়্যুব আলীর পুত্র জনি (৫), মারফত আলীর পুত্র হাবেজ (১৫), সাহাপাড়া এলাকার মঙ্গল সাহার পুত্র নিরব সাহা (১০), দক্ষিণ নকলার সুমন মিয়ার কন্যা আফিয়া (৪), আড়িয়াকান্দার মৃত তফিজ উদ্দিনের পুত্র আব্দুর রহমান (৪৫), ইমান আলীর কন্যা খুসু মনি (৭), বালিয়াদির মফিজ উদ্দিনের পুত্র রফিকুল ইসলাম (১৪), হোসেন আলীর পুত্র আমবাজ আলী (৪৭), বানেশ্বরদীর হাবিবুর রহমানের পুত্র নূর হোসেন (৪২), রইজ উদ্দিনের পুত্র মুক্তার (১৯), আক্কাস আলীর পুত্র আব্দুল মান্নান (৫০), বিবিরচরের মৃত ইসমাইলের পুত্র নজরুল ইসলাম (৭০)।
নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, রোববারে ১৩ জন ও সোমবার সকাল পর্যন্ত আরও দুইজনসহ মোট ১৫জন কুকুরের কামড়ে আহত হয়ে এলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য অনেককেই শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এরমধ্যে নারী-পুরুষ, শিশু ও বৃদ্ধ রয়েছে।