স্পোর্টস ডেস্ক : পিচ রেটিং গড়পড়তার নিচে! পাল্লেকেলে যখন বাংলাদেশ ও শ্রীলঙ্কার দ্বিতীয় ম্যাচ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে, তখন ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি প্রথম টেস্টের পিচ নিয়ে এই রায় দিলো। ব্যাট-বলের লড়াইয়ে ভারসাম্য না থাকায় একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে।
ফলে দ্বিতীয় টেস্টে দুই দলের পাশাপাশি পাল্লেকেলের উইকেটকেও কঠিন পরীক্ষা দিতে হবে। আইসিসির কড়া গাইডলাইন আছে, পাঁচ ডিমেরিট পয়েন্ট পেলে এক বছর কোনও আন্তর্জাতিক ম্যাচ হবে না ওই স্টেডিয়াম। আবার ডিমেরিট পয়েন্টের স্থায়ীত্বকাল পাঁচ বছর।
করোনাকালে ভ্রমণের ঝক্কি এড়াতে একই ভেন্যুতে দুই ম্যাচ আয়োজন করছে শ্রীলঙ্কা। গত জানুয়ারি-ফেব্রুয়ারিতেও ইংল্যান্ড দলকে আতিথেয়তা দিতে এমন ব্যবস্থা করেছিল তারা। ম্যাচ আয়োজন হয়েছিল গলেতে। এবার বাংলাদেশকে আতিথেয়তা দিচ্ছে তারা ক্যান্ডিতে। শহরের থেকে দূরের পাল্লেকেলে স্টেডিয়ামটি নয়নাভিরাম হলেও ৮ টেস্টে ম্যাচে ফল বের হয়েছে মাত্র ৪টিতে। বাকি ৪টিই ড্র। শ্রীলঙ্কার জয় মাত্র একটিতে, ৩টিতেই হার।
এমন ভেন্যুতে জয়ে চোখ রেখে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো সরাসরি জানিয়েছেন, আরেকটি ড্র নয়, দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ জয় তাদের লক্ষ্য। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ডমিঙ্গোর বার্তা, ‘অবশ্যই আমরা সিরিজ জিততে চাই। এটা আমাদের জন্য দারুণ অর্জন হবে। আমরা জানি এর জন্য অনেক ভালো খেলতে হবে। শ্রীলঙ্কা নিজেদের মাঠে কঠিন প্রতিপক্ষ। তবুও আমরা মনোযোগ রাখছি এক সেশন করে এগোনোর। তো অবশ্যই লক্ষ্য বিদেশের মাটিতে সিরিজ জেতা।’