1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন

বেনাপোলে জমি নিয়ে বিরোধে হামলায় আহত ৫

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
রফিকুল ইসলাম, যশোর: যশোরের বেনাপোলে জায়গা জমি নিয়ে বিরোধের জেরে একপক্ষের ৫জনকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসী আমিন গংয়েরা বলে অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ৫জন মারাত্মক ভাবে জখম হয়েছে। তাদেরকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গত সোমবার (২৬ এপ্রিল) সকাল ৭টার সময় বেনাপোল পোর্ট থানাধীন গয়ড়া চৌরাস্তা এলাকায় এই সংঘর্ষের ঘটনাটি ঘটে।
আহত ব্যক্তিরা হলেন, গয়ড়া গ্রামের কুদ্দুস হোসেনের ছেলে খাইরুল ইসলাম (৩৭), তার ভাই মনিরুল ইসলাম (২৬), একই গ্রামের মৃত আহম্মদ আলী’র ছেলে মোমিন হোসেন (৪২), আব্দুর রবের ছেলে ফজের আলী (৩৫) ও ইসহাক হোসেনের ছেলে ছোটন হোসেন (৩২)।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার সকালে একই গ্রামের আমিন উদ্দিন গংয়েরা ধারালো অস্ত্র লাঠিসোঁটা নিয়ে খাইরুল ইসলামের বাড়ির উঠানে এসে অতর্কিত হামলা চালায়। এতে পাঁচজন আহত হন।
আহত খাইরুল ইসলাম সাংবাদিকদের জানান, আমার মামা আমিন উদ্দিন তার তিন ছেলেসহ আরও দুই জনকে নিয়ে সকালে হঠাৎ করে আমার বাড়ি’র উঠানে এসে তাদের কাছে থাকা ধারালো অস্ত্র লাঠিসোঁটা দিয়ে আমাদের ৫জনের উপরে অতর্কিত হামলা চালায়। পরে স্থানীয়রা আমাদের আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এবিষয়ে আমার ছোট ভাই জহিরুল ইসলাম বেনাপোল পোর্ট থানায় গিয়ে তাদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছে।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন খান বলেন, জায়গা জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় বেনাপোল গয়ড়া গ্রামের খাইরুল ইসলামের ভাই জহিরুল বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছে। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com