স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলার মেঘশিমূল এগ্রো ফিসারিজ প্রাঙ্গণে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্মআহবায়ক সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মরহুম আলী আজগর এর রুহের মাগফিরাত কামনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল পূর্ববর্তী আলোচনা সভায় উপজেলা বিএনপির যুগ্মআহবায়ক ও ওমর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সালমান ওমর রুবেলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্মআহবায়ক হানিফ মো. সাকের উল্লাহ, সাবেক ইউপি চেয়ারম্যান আ.ন.ম সাদেকুর রহমান নঈম, বদরুদ্দুজা ইমন, পৌর সভার প্যানেল মেয়র মনিরুজ্জামান স্বাধীন, উত্তর জেলা তাঁতীদলের আহবায়ক এখলাছ উদ্দিন বিএসসি, বিএনপি নেতা আব্দুল মান্নান মানু, রুহুল আমীন ফকির, মার্শাল চিরান, ইসমাইল হোসেন, রহিম উদ্দিন, আক্কাছ আলী, মোশারফ হোসেন, আনোয়ার হোসেন মেম্বার, আব্দুল হাই, যুবদল নেতা মতিউর রহমান, মোল্লা মনির, নাজমুল হোসেন, জেলা ছাত্রদল নেতা টিটু, ফয়সাল খান, রেফাজ, লাভিন, হীরা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল আমিন, পৌর ছাত্রদলের আহবায়ক নূরে আলম জনি, কলেজ ছাত্রদলের আহবায়ক আকাশ, ছাত্রনেতা মাহমুদুল, সাদ্দাম, নাজমুল হোসেন, রাসং চিরান, কাব্য সহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা ও উপজেলা বিএনপির যুগ্মআহবায়ক প্রয়াত আলী আজগরের বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করেন।