স্পোর্টস ডেস্ক : উয়েফা ইউরোপা লিগের সেমিফাইনালে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তারা ঘরের মাঠ ওল্ড টাফোর্ডে ইতালির দল এএস রোমাকে হারিয়েছে ৬-২ গোলের ব্যবধানে। এমন জয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে ইংলিশ ক্লাবটি। তাদের হটিয়ে সেমিফাইনালে যেতে হলে ফিরতি লেগে ঘরের মাঠে কমপক্ষে ৪-০ গোলের ব্যবধানে জিততে হবে রোমাকে। যা প্রায় অসম্ভব।
ঘরের মাঠে ব্রুনো ফার্নান্দেসের গোলে ৯ মিনিটেই এগিয়ে যায় ম্যানইউ। তবে তাদের বেশিক্ষণ এগিয়ে থাকতে দেয়নি ইতালির ক্লাবটি। ম্যাচের ১৭ মিনিটে লরেঞ্জো পেলেগ্রিনি পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান ম্যাচে। ৩৩ মিনিটে ইডেন জেকো গোল করে এগিয়ে নেন রোমাকে। তাতে এগিয়ে থেকেই বিরতিতে যায় সফরকারীরা।
তবে বিরতির পরের গল্প পুরোটাই ম্যানইউর। এই অর্ধে তারা আরও পাঁচ-পাঁচটি গোল করে, উৎসবে মাতে। ৪৮ মিনিটে এডিনসন কাভানি গোল করে সমতা ফেরান। ৬৪ মিনিটে তিনি জোড়া গোল পূর্ণ করে ম্যানইউকে এগিয়ে নেন ৩-২ ব্যবধানে। ৭১ মিনিটে পেনাল্টি থেকে ব্রুনো ফার্নান্দেজ তার জোড়া গোল পূর্ণ করলে ব্যবধান হয় ৪-২। এরপর ৭৫ মিনিটে পল পগবা ও ৮৬ মিনিটে ম্যাসন গ্রিনউড গোল করে ৬-২ ব্যবধানের বড় জয় নিশ্চিত করেন।