এন এ জাকির, বান্দরবান : বান্দরবানে করোনায় আক্রান্ত মৃত ব্যক্তির গোসল, দাফন-কাফন ও সৎকার দিবে গাউছিয়া কমিটি। এ লক্ষ্যে শনিবার (১ মে) সকালে বান্দরবান গাউছিয়া কমিটির লাশ দাফন টিমের আয়োজনে খানকায়ে সৈয়্যদিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদ্রাসার অডিটরিয়াম হলে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে গাউছিয়া কমিটি বান্দরবান জেলার ২২জন স্বেচ্ছাসেবক অংশ নেন। কর্মশালায় স্বেচ্ছাসেবকদের কিভাবে নিজেদের সুরক্ষিত রেখে করোনায় আক্রান্ত মৃত ব্যক্তিদের গোসল, দাফন-কাফন ও সৎকার করতে হবে সে বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ প্রদান করেন গাউছিয়া কমিটি বাংলাদেশ এর চট্টগ্রাম চন্দনাইশ টিমের টিম প্রধান মাওলানা সোলায়মান ফারুকী।
কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- প্রধান সমন্বয়ক মোহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী শুভ, গাউছিয়া কমিটি বান্দরবান জেলা শাখার উপদেষ্টা মুহাম্মদ আব্দুল করিম,সহ-সভাপতি আসহাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা আবু তালেব মঈনীসহ প্রশিক্ষণাথীরা।
বান্দরবান গাউছিয়া কমিটির লাশ দাফন টিমের স্বেচ্ছাসেবকরা জানান, শুধু মুসলমান নয় বৌদ্ধ, খ্রীস্টান ও সনাতন ধর্মালম্বী করোনা আক্রান্ত ব্যক্তিদের অক্সিজেন সেবাসহ বিভিন্ন সাহায্য সহযোগিতার পাশাপাশি
করোনায় আক্রান্ত মৃত ব্যক্তির গোসল, দাফন-কাফন ও সৎকার কাজে সহযোগিতা করে যাবে এই কমিটি।