রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় ১০ম শ্রেণীতে পড়ুয়া কিশোরী অপহরণের ২দিন পর তথ্যপ্রযুক্তির সাহায্যে উদ্ধার করেছে পুলিশ।
গত শুক্রবার দিবাগত রাতে শিক্ষার্থীর মা বাদী হয়ে কলাপাড়া থানায় অপহরণ মামলা দায়ের করলে শনিবার গভীর রাতে পার্শ্ববর্তী গলাচিপা থেকে তাকে উদ্ধার করা হয়। এসময় অভিযুক্ত প্রধান আসামী সৌরভ মাদবরকে (২২) গ্রেফতার করে পুলিশ। পরে সৌরভের দেয়া তথ্যানুযায়ী অপহরণে সহায়তাকারী ও ভূয়া কাজী মোতালেব হোসেনকে (৩৮) ধানখালী থেকে দুপুরের দিকে গ্রেফতার করা হয়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, ফেসবুকে পরিচয়ের মাধ্যমে দু’জনার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সুবাদে বিয়ের প্রস্তাব দিলে কিশোরী রাজী না হওয়ায় ২৯ এপ্রিল পৌর শহরের রহমতপুর থেকে তাকে জোরপূর্বক অপহরণ করে সৌরভ ও তার সহযোগীরা। মামলার পর তথ্যপ্রযুক্তির সাহায্যে কিশোরীকে উদ্ধার ও অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরো জানান, অপহরণে সাহায্যকারী ভুয়া কাজী মোতালেব দীর্ঘদিন যাবত বিয়ের ভুয়া কাগজপত্র তৈরি করে আসছিল। তাকে গ্রেফতারের পর বেশকিছু ভুয়া কাগজপত্র উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।