1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:২২ পূর্বাহ্ন

শেরপুরে ৭শ কর্মহীন শ্রমিক পেলেন প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা

  • আপডেট টাইম :: সোমবার, ৩ মে, ২০২১

শেরপুর: করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের কারণে সরকারঘোষিত চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিক ও অসহায়-দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (৩ মে) দুপুরে শহরের মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে ৭শ কর্মহীন শ্রমিকের মাঝে ওই সহায়তা বিতরণ করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ লিটার সয়াবিন তেল ও ১ কেজি লবণ। এছাড়া তাদের মাঝে মাস্ক বিতরণ করেন জেলা প্রশাসক।
শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়ালীউল হাসান, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com