মনিরুল ইসলাম মনির : বিশ্ব ব্যাংক এবং সরকারের যৌথ অর্থায়নে প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত ‘দুগ্ধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন ও প্রাণী সম্পদ উন্নয়ন’ প্রকল্পের প্রণোদনার প্রায় পৌণে দুই কোটি টাকা বিতরণে অনিয়মের অভিযোগ ওঠেছে শেরপুরের নালিতাবাড়ীতে। অন্যদিকে রাজনৈতিক সমন্বয়হীনতায় ফেরত যেতে বসেছে আরও প্রায় পৌণে এক কোটি টাকা।
উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, দুগ্ধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং প্রাণী সম্পদ উন্নয়নের লক্ষ্যে গেল ২০১৯-২০২০ অর্থবছরে পাঁচ বছর মেয়াদী প্রকল্প চালু করে দেশের প্রাণী সম্পদ বিভাগ। এ প্রকল্পের অধীনে গরু, লেয়ার মুরগী, ব্রয়লার মুরগী, সোনালী মুরগী ও হাঁস খামারীদের মাঝে সংখ্যা অনুযায়ী সর্বনিম্ন সাড়ে ৪ হাজার থেকে সর্বোচ্চ সাড়ে ২২ হাজার টাকা পর্যন্ত প্রণোদনা হিসেবে প্রদান করে সরকার। এ প্রণোদনায় নালিতাবাড়ী উপজেলার এক হাজার ৭৩০ জন তালিকাভুক্ত হয়। তবে নানা জটিলতায় তালিকাভুক্তদের মধ্যে প্রায় পৌণে দুইশ খামারী সরকারী প্রণোদনা পায়নি। ফলে প্রাপ্ত প্রণোদনার পরিমাণ দাড়ায় প্রায় ১ কোটি ৭০ লাখের মতো।
অন্যদিকে চলতি বছরের এপ্রিলে পুনরায় আরও কিছু খামারী প্রণোদনার আওতায় আনতে শেরপুর জেলায় অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয় ৩ হাজার ৩৬৬ জন খামারী অন্তর্ভূক্তি করণ। পরে জেলা প্রাণী সম্পদ কার্যালয় থেকে উপজেলা ওয়ারী বণ্টন করে নালিতাবাড়ী উপজেলায় বরাদ্দ দেওয়া হয় ৯৭০জন খামারী অন্তর্ভূক্তিকরণের সুযোগ। যাতে করে ক্যাটাগরি অনুযায়ী আরও প্রায় ৭০ লাখ টাকা প্রণোদনা পাওয়ার কথা এ উপজেলার খামারীরা। ইতিমধ্যেই গেল প্রণোদনার তালিকা প্রণয়ন ও অর্থ বিতরণে অনিয়মের অভিযোগ তোলেন অনেকেই। ফলে ক্ষমাসীন দল আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিষয়টি আমলে নেন।
মাঠপর্যায়ে তদন্ত করে দেখা গেছে, প্রকৃত খামারী নন এমনসব ব্যক্তিরাও বিশেষ কারণে খামারীর অন্তর্ভুক্ত হয়েছেন এবং প্রণোদনার অর্থ প্রাপ্ত হয়েছেন। এমন দৃশ্য উপজেলার প্রায় প্রতিটি গ্রামেই কিছু না কিছু রয়েছে। অভিযোগ ওঠে, একটি বিশেষ মহলের হয়ে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় থেকে বেছে বেছে ভুয়া খামারী বানিয়ে প্রণোদনার অর্থ তছরুপ করা হয়েছে। এমতাবস্থায় পরবর্তী বরাদ্দের তালিকা প্রণয়নে বাধ সাধেন ক্ষমতাসীন দলের মূল ধারায় অবস্থানকারী নেতৃবৃন্দ। তারা প্রাণী সম্পদ কার্যালয়ের এককভাবে তালিকা প্রণয়নে আপত্তি তোলে সমন্বয়ের আহবান জানান। একপর্যায়ে বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষ পর্যন্ত গড়ালে নানা প্রক্রিয়া শেষে ‘উপজেলা পর্যায়ে সুফলভোগী নির্বাচন ও বাস্তবায়ন কমিটি’ নেতৃবৃন্দকে নিয়ে বৈঠকে বসেন। কিন্তু বিবদমান রাজনৈতিক মতপার্থক্যে শেষ পর্যন্ত সিদ্ধান্তে পৌছাতে পারেনি এ কমিটি। ৩০ এপ্রিলের মধ্যে তালিকা চূড়ান্ত করে উর্ধতন কর্তৃপক্ষের কাছে পৌছানোর কথা থাকলেও রাজনৈতিক সমন্বয়হীনতায় তা সম্ভব হয়নি। ফলে প্রণোদনার প্রায় ৭০ লাখ টাকা থেকে বঞ্চিত হতে চলেছে এ উপজেলার খামারীরা।
এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও উপজেলা পর্যায়ে সুফলভোগী নির্বাচন ও বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ডাঃ মতিউর রহমান জানান, প্রকল্পটি বাস্তবায়নের জন্য মাঠপর্যায়ে কর্মী রয়েছে। তারা বাড়ি বাড়ি গিয়ে যাচাই-বাছাই করে বিশেষ এ্যাপস্ এর মাধ্যমে এ তালিকা প্রস্তুত করেছেন। সেক্ষেত্রে প্রকৃত খামারী তালিকাভুক্ত হওয়া কথা। তবে যেহেতু মাঠপর্যায়ে মাঠকর্মীরা কাজ করেছেন সেক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে।
নতুন তালিকার বিষয়ে তিনি জানান, রাজনৈতিক সমন্বয়হীনতায় নির্দিষ্ট সময়ের মধ্যে তালিকা করতে না পারায় নতুন বরাদ্দের প্রায় ৭০ লাখ টাকার প্রণোদনা বঞ্চিত হতে চলেছেন নালিতাবাড়ীর খামারীরা।
উপজেলা পর্যায়ে সুফলভোগী নির্বাচন ও বাস্তবায়ন কমিটির সভাপতি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন জানান, প্রত্যেকটি প্রকল্পের কিছু নীতিমালা থাকে। আমরা সে অনুযায়ী কাজ বায়স্তবায়ন করি। নতুন তালিকা তৈরির ক্ষেত্রে যেহেতু এখনও ডেডলাইন বা অর্থ ফেরত যাওয়ার কোন চিঠিপত্র হাতে আসেনি, সেক্ষেত্রে বলা যায়, এখনও সমন্বয় করে যথাসময়ে তালিকা প্রস্তুত করা হলে প্রণোদনার অর্থ বিতরণ সম্ভব।