1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৭:৪২ পূর্বাহ্ন

মনিরামপুরে সুইসাইড নোট লিখে কলেজ ছাত্রের আত্মহত্যা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৪ মে, ২০২১
যশোর : যশোরের মণিরামপুরে রাকিব গাজী (১৮) নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছে বলে জানা গেছে। সোমবার (৩ মে) দুপুরের দিকে উপজেলার চাকলা মাঠপাড়া থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে রাজগঞ্জ ক্যাম্প পুলিশ। এ সময় তিন পৃষ্ঠার একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে।
রাকিব চাকলা মাঠপাড়ার আবু মুসা গাজীর ছেলে। সে কলারোয়া হাজী নাসিরুদ্দিন ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন। ঘরে রাকিবের সৎ মা। সাত বছর বয়সে তার আপন মা লিলি বেগম তাকে ও লাবনী নামে এক মেয়েকে রেখে চলে যান।
রাকিবের সৎ মা রেশমা বেগম জানান, মোটরসাইকেল না কিনে দেওয়ায় রোববার রাতে ঘরের আড়ার সাথে মাফলার পেঁচিয়ে রাকিব আত্মহত্যা করেছে। সোমবার সকাল সাতটার দিকে আমরা তাকে ঝুলে থাকতে দেখতে পায়।
এদিকে রাকিবের আপন মা লিলি বেগমের দাবি, সৎ মা রেশমা বেগম ও পিতা আবু মুসা রাকিবকে মেরে লাশ ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রেখেছে।
তবে রাকিবের বোন লাবনী জানান, তার ভাই ঘুমের ওষুধ সেবন করত। মোটরসাইকেল না কিনে দেওয়াতে সে আত্মহত্যা করেছে। ছোটকালে মা আমাদের দুই ভাই-বোনকে রেখে চলে যান। এরপর থেকে সৎ মা আমাদের আপন সন্তানের মত মানুষ করেছেন। আমার মা এতদিন খবর নেননি। আজ ভাইয়ার মৃত্যুর খবর শুনে এসেছেন। মা যা বলছেন সত্যি না। তিনি নতুন করে সমস্যা সৃষ্টি করতে চাচ্ছেন।
এছাড়া উদ্ধার হওয়া সুইসাইড নোটে উল্লেখ রয়েছে, ‘অ্যাপাচি’ মোটরসাইকেল কিনে না দেওয়ার কষ্টে রাকিব আত্মহত্যা করেছে। সে তার লাশ ময়নাতদন্ত ছাড়া বাড়ির উঠানে দাফনের কথা উল্লেখ করেছে নোটে।
এদিকে রাকিবের অকাল মৃত্যু মানতে পারছেন না আত্বীয়-স্বজন ও প্রতিবেশিরা। ফলে তার মৃত্যু আত্মহত্যা না পরিকল্পিত হত্যাকাণ্ড তা নিয়ে সন্দেহ রয়েছে প্রতিবেশীসহ রাকিবের সহপাঠীদের।
এছাড়া সুইসাইড নোট নিয়েও সন্দেহ তাদের। সোহান নামে রাকিবের এক সহপাঠী বলেন, রাকিব ঘুমের বড়ি খেত। সে অ্যাপাচি মোটরসাইকেল কিনতে চাইছিল। এর জন্য রাকিব মরতে পারে না।
রাজগঞ্জ তদন্তকেন্দ্রের উপ-পরিদর্শক লিটন সাহেব বলেন, ঘুমের বড়ি খেয়ে রাকিব আত্মহত্যা করেছে না তাকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে তা প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে না। প্রকৃত কারণ জানতে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।সুইসাইড নোট আমরা পেয়েছি। সেটা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে আসল রহস্য উৎঘাটন হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ কোন লিখিত অভিযোগ দায়ের করেন নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com