যশোর : যশোরের শার্শা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে পশুপালন চিকিৎসা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সম্প্রতি উপজেলার নাভারন প্রাণিসম্পদ দপ্তরে সরেজমিনে দেখা যায়, মেয়াদোত্তীর্ণ সরকারি ইনজেকশন ও পাউডারসহ অনন্যান্য ওষুধপত্র যা অসুস্থ গরু, ছাগল, হাঁস, মুরগীর রোগ নিরাময়ের জন্য ব্যবহার করা হচ্ছে। ফলে এলাকাবাসির পশুপালন সফল হচ্ছে না। প্রতিনিয়ত গরু, ছাগল, হাঁস, মুরগী সুচিকিৎসার অভাবে মারা যাচ্ছে। প্রতিমাসে লাখ লাখ টাকা গচ্ছা যাচ্ছে খামারিদের।
উপজেলার নাভারন প্রাণিসম্পদ দপ্তরের র্যাকে রক্ষিত অসুস্থ গরু, ছাগলের শরীরে পুশ করার জন্য Proxacin ইনজেকশনের কাঁচের বোতলের গায়ে মেয়াদ উল্লেখ আছে ২১ মার্চ, ২০২১।
অথচ ২৮ এপ্রিল, ২০২১ তারিখে দেখা গেল ওই Proxacin ইনজেকশন অসুস্থ গরু, ছাগলের শরীরে পুশ করা হয়েছে। প্রাণিসম্পদ দপ্তরের র্যাকে আরও কেমোনিড (ওরাল পাউডার) প্লাস্টিক প্যাকেট রক্ষিত আছে যা অসুস্থ গরু-ছাগলের সুস্থতার জন্য ব্যবহার করা হয়। একইভাবে তার গায়ে ব্যবহারের মেয়াদ উল্লেখ আছে ২১ ফেব্রুয়ারি , ২০২১। সরকারি প্রতিষ্ঠান যেখানে চিকিৎসা দিয়ে পশু পাখির জীবন রক্ষা করবে সেখানে জীবন নেয়ার ফাঁদ পেতে রাখা হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মাসুমা আক্তার বলেন, কিভাবে আমার দপ্তরে মেয়াদোত্তীর্ণ ওষুধ এলো আমি বুঝতে পারছি না। আমার মনে হয় বাইরের কেউ শক্রতা করে এখানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রেখে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।