শ্রীবরদী (শেরপুর) : শ্রীবরদীতে বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩ মে) দুপুরে আনুষ্ঠিকভাবে বোরো ধান সংগ্রহের উদ্ভোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও ধান চাল ক্রয় কমিটির সভাপতি নিলুফা আক্তার। অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা, সোহানা বিলকিস, ওসিএলএসডি মো. বোরহান উদ্দিন, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন দিলদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, সহকারী প্রোগ্রামার আশরাফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সরকার নির্ধারিত মূল্য ২৭ টাকা কেজি মূল্যে ধান ও ৪০ টাকা কেজি মূল্যে চাল সংগ্রহ করা হবে। এ উপজেলায় মোট ২ হাজার ২৯৯ মেট্টিকটন ধান ও ১ হাজার ৪১৮ মেট্টিকটন চাল সংগ্রহ করা হবে।