শ্রীবরদী (শেরপুর) : শ্রীবরদীতে মোটরসাইকেল নাফিজ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২ মে) সন্ধ্যায় উপজেলার খরিয়াকাজিরচর ইউনিয়নের গলাকাটা ব্রীজ এলাকায় বিএম কলেজ কাছে ওই ঘটনা ঘটে। নিহত শিশু উত্তর খরিয়াকাজিরচর এলাকার রহিজল মিয়ার ছেলে।
জানা গেছে, রবিবার সন্ধ্যায় নাফিজ রাস্তা পার হওয়ার সময় শেরপুরগামী একটি দ্রুতগতিগামী মোটরসাইকেল নাফিজকে চাপা দেয়। এ সময় চালক ছানোয়ার হোসেন (২৫) মোটরসাইকেল রেখে কৌশলে পালিয়ে যায়। ওই সময় নাফিজ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নেয়। পরে নাফিজের অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত ডাক্তার তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। নাফিজকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় রাস্তায় তার মৃত্যু হয়।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মো. মোখলেছুর রহমান বলেন, এ ঘটনায় নিহতর বাবা বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেছে। মোটরসাইকেল থানা হেফাজতে রয়েছে। আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।