ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতিতে ভারতীয় ৬ বোতল মদসহ দুই যুবককে হাতেনাতে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (৩ এপ্রিল) দিবাগত মধ্যরাতে উপজেলার গোমড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত রাসেল মিয়া (২৫) একই উপজেলার সন্ধ্যাকুড়া গ্রামের আব্দুস ছামাদের ছেলে ও খোরশেদ আলম (২৪) একই এলাকার সানোয়ার হোসেনের ছেলে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাতে ঝিনাইগাতির গোমড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। অভিযানকালে খোরশেদ আলমের বাড়ি থেকে ভারতীয় ২ বোতল রয়েল স্টেজ ব্ল্যান্ড হুইস্কি, ২ বোতল অফিসার চয়েস ব্লু হুইস্কি ও ২ বোতল অফিসার চয়েস হুইস্কি মোট ৬ বোতল মদ জব্দ করা হয়। এসময় এর সাথে জড়িত খোরশেদ আলম ও রাসেল মিয়াকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে ঝিনাইগাতি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়।