মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর): অবৈধভাবে বালু উত্তোলনবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০টি শ্যালুচালিত ড্রেজার ধ্বংস এবং ২০ ট্রাক বালু জব্দ করে ৭০ হাজার টাকায় নিলামে দিয়েছে শেরপুরের ঝিনাইগাতি উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার তাওয়াকুচা পাহাড়ি এলাকার সোমেশ্বরী নদীতে অবৈধব বালু উত্তোলনবিরোধী এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে ঝিনাইগাতীর সহকারি কমিশনার (ভূমি) মো. জয়নাল আবেদীনের নেতৃত্বে শেরপুরের সহকারি বন সংরক্ষক প্রাণতোষ রায় ভারত-বাংলাদেশ সীমান্তঘেঁষা বনবিভাগের তাওয়াকুচা এলাকার সোমেশ্বরী নদীতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে বালু উত্তোলনে জড়িতরা টের পেয়ে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত কয়েকটি ড্রেজার নদীতে ডুবিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ ও বিজিবির সমন্বয়ে গঠিত ভ্রাম্যমাণ আদালত পানিতে ডুবন্ত ড্রেজারসহ মোট ১০টি ড্রেজার ধ্বংস করে। এছাড়াও উত্তোলিত ২০ ট্রাক বালু জব্দ করে তাৎক্ষণিক স্পট কোটেশন নিলামে ৭০ হাজার টাকা বিক্রি করা হয়।