স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের হালুয়াঘাটে করোনায় কর্মহীন হয়ে পড়া ৮ শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার হিসেবে বিতরণ করেন হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্মআহবায়ক ও ওমর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সালমান ওমর রুবেল।
ঈদ সামগ্রী বিতরণের প্রথম দিনে সালমান ওমর রুবেল এর পক্ষে কর্মহীন পরিবারের মাঝে এসব ঈদ সামগ্রী উপহার হিসেবে তুলে দেন উপজেলা বিএনপির যুগ্মআহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান আনম সাদেকুর রহমান নঈম।
মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা বিকেল পর্যন্ত উপজেলার ২নং জুগলী ইউনিয়নের ছাতুগাও বাজার, সংড়া বাজার ও ৩ নং কৈচাপুর ইউনিয়নের মাইজপাড়া আলিম মাদ্রাসা ও জামগড়া মোড়ে সামাজিক দুরত্ব বজায় রেখে ঈদ সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা রুহুল আমিন ফকির, আনোয়ার হোসেন মেম্বার, যুবদল নেতা নাজমুল হুদা, মোল্লা মনির, মো. তারিকুল ইসলাম চঞ্চল, মতিউর রহমান, লাভিন, হীরা, রেফাজ, ছাত্রদল নেতা ফয়সাল খান, মাহমুদুল তুষারসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।