শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিঞা মোঃ মিজানুর রহমান (৪৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি……রাজিউন)। মঙ্গলবার (৪ মে) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে দ্রুত জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
রাত সাড়ে ১০টায় ভেলুয়া ইউনিয়নের চকবন্দি গ্রামের বাড়িতে তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানা যায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি ভেলুয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কাজ শেষে শ্রীবরদী উপজেলা পৌঁছার উদ্দেশ্যে নিজ চেয়ার থেকে উঠার সাথে সাথেই মাথা ঘুরে পড়ে যান। ওই সময় উপস্থিত ইউপি সদস্যসহ অন্যান্যরা তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।