নালিতাবাড়ী (শেরপুর) : খাঁটি সরিষার তেলের নামে জাহাজের পোড়া মবিল, নোংরা পরিবেশে তেল বোতলজাত করণসহ ভোজ্যতেলে ভেজাল এবং নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে মোট ৯০ হাজার টাকা জরিমানা ও একটি কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৫ মে) বিকেলে শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের নিলামপট্টি এলাকায় র্যাব-১৪ জামালপুর এ অভিযান চালায়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ জামালপুর এর এএসপি সবুজ রানার নেতৃত্বে নালিতাবাড়ী শহরের নিলামপট্টি মহল্লায় কয়েকটি ভোজ্যতেল কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কয়েকটি কারখানা বন্ধ করে মালিক-শ্রমিকরা পালিয়ে যায়। অভিযানকালে গোলাম মস্তুফার ভোজ্যতেলের কারখানায় গিয়ে জাহাজের পোড়া মবিল, নোংরা পরিবেশে তেলের প্রক্রিয়া ও বোতল বা কন্টেইনার জাতকরণ পরিলক্ষিত হয়। এমনকি ভোজ্যতেলের একটি পাত্রে টিকটিকি পড়ে থাকতে দেখা যায়। এসময় মালিকপক্ষকে পাওয়া না গেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন কারখানাটি সিলগালা করে নিয়মিত মামলার নির্দেশ দেন।
এছাড়াও পার্শ্ববর্তী আনোয়ারের টুপি মার্কা সরিষার তেল কারখানায় অভিযান চালিয়ে সুপার সয়াবিনের সাথে সরিষা মিশিয়ে ভেজাল সরিষার তেল উৎপাদন, নকল জোড়া হাঁস মার্কা তেল কন্টেইনার করণসহ নানা অভিযোগ প্রমাণিত হওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে একই মহল্লায় লোটন দেবনাথ এর গোডাউনে অভিযান চালিয়ে প্রায় ৫শ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পলিথিন বহনের দায়ে অটোচালক নাজমুলকে জরিমানা করা হয় আরও ১০ হাজার টাকা।