শেরপুর : শেরপুর জেলায় সরকারিভাবে বোরো ধান ও চাল সংগ্রহ উদ্বোধন করা হয়েছে। বুধবার (৫ মে) বিকেলে জেলা খাদ্যগুদামে এ কর্মসূচীর উদ্বোধন করেন সরকার দলীয় হুইপ আতিউর রহমান আতিক।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা খাদ্য কর্মকর্তা ফরহাদ খন্দকার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব, কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক ড. মহিত কুমার দে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আসাদুজ্জামান রওশনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
জেলা খাদ্য কর্মকর্তা ফরহাদ খন্দকার বলেন, এবার ২৪ হাজার ৫শ ২৫ মেট্টিকটন বোরো সিদ্ধ চাল ও ১২ হাজার ৯শ ৬৭ মেট্টিকটন বোরো ধান মজুত করণ করা হবে। সরকার কেজি প্রতি চাউল ৪০ টাকা, ধান ২৭ টাকা দরে মূল্য নির্ধারণ করেছে।
তিনি আরও বলেন, এবার কৃষকেরা অনলাইনে নিবন্ধন করে জেলার ৫টি উপজেলায় সরকারী খাদ্যগুদামে চাল ও ধান বিক্রি করতে পারবে। ইতিমধ্যেই কৃষক এপস্ এর মধ্যে জেলায় প্রায় ৫ হাজার কৃষক তাদের নিবন্ধন সম্পন্ন করেছেন।