স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের হালুয়াঘাটে করোনায় কর্মহীন হয়ে পড়া ৬ শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার হিসেবে বিতরণ করেন হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ওমর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সালমান ওমর রুবেল।
ঈদ সামগ্রী বিতরণের দ্বিতীয় দিনে সালমান ওমর রুবেল এর পক্ষে কর্মহীন পরিবারের মাঝে এসব ঈদ সামগ্রী উপহার হিসেবে তুলে দেন জেলা উত্তর তাঁতীদলের আহবায়ক এখলাছ উদ্দিন বিএসসি ও উপজেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন মেম্বার।
বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত বৈরি আবহাওয়া উপেক্ষা করে উপজেলার ৮নং নড়াইল ইউনিয়নের মৌলভীবাজার, ৫ নং গাজিরভিটা ইউনিয়নের চৌরাস্তা বাজার ও ডাকিয়া পাড়া বাজারে সামাজিক দুরত্ব বজায় রেখে ঈদ সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা শামীম, রুহুল আমিন, আব্দুল ওয়াহাব. যুবদল নেতা নাজমুল হুদা, মোল্লা মনির, মো. তারিকুল ইসলাম চঞ্চল, মতিউর রহমান, রেফাজ, লাভিন, হীরা, উত্তর জেলা সেচ্ছাসেবক দল নেতা দেলোয়ার হোসেন মন্ডল, ছাত্রদল নেতা ফয়সাল খান, মাহমুদুল, আল আমিন, সাদ্দাম হোসেন, তুষারসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।