শফিউল আলম লাভলু, স্টাফ রিপোর্টার : শেরপুরের নকলায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে ২০২০-২০২১ অর্থ বছরের বরাদ্দ শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ ও বাই সাইকেল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬মে) সকাল সারে ১১টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে ১৩৪জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও উপবৃত্তি এবং ১০জন শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়।
এসময় উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি সুভাস চন্দ বিশ্বাস, সহসভাপতি রঞ্জিত কুমার বিশ্বাস, নকলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি শফিউল আলম লাভলু প্রমুখ উপস্থিত ছিলেন।