নালিতাবাড়ী (শেরপুর) : যাকাতের ফান্ড থেকে ঈদের বোনাস পেলেন নালিতাবাড়ী পৌর শহরের দেড় হাজার দরিদ্র মানুষ।
শনিবার (৮ মে) বেলা এগারোটা থেকে বিকেল পর্যন্ত গড়কান্দাস্থ নিজ কার্যালয় থেকে প্রতিজনকে তিনশত করে এ বোনাস প্রদান করেন উপজেলা যুবলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম।
ঈদ বোনাস হিসেবে নগদ অর্থ বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক। প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য গোপাল চন্দ্র সরকার।
অন্যান্যের মধ্যে যুবলীগ নেতা শহিদুল ইসলাম, পবন সাহা, বাবলুসহ অনেকেই উপস্থিত ছিলেন।
এদিন শহরের বিভিন্ন মহল্লার মোট দেড় হাজার দরিদ্র মানুষের প্রত্যককে তিনশত করে নগদ টাকা প্রদান করা হয়।