শেরপুর : শেরপুরে করোনায় কর্মহীন হয়ে পড়া বিভিন্ন শ্রেণী পেশার ৫ শতাধিক মানুষকে জেলা আওয়ামী লীগের তরফ থেকে খাদ্য সহায়তা করা হয়েছে। শনিবার (৮ মে) দুপুরে শহরের জিকে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্বাস্থ্যবিধি মেনে এ সহায়তা অসহায়দের হাতে তুলে দেওয়া হয়। খ্যদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি করে চাল, ১ কেজি চিনি, এক প্যাকেট বনফুল সেমাইসহ বিভিন্ন সামগ্রী।
খাদ্য বিতরণের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান বলেন- করেনাকালীন সময়ে সরকার এবং আওয়ামীলীগ ছাড়া অন্য কোন দল অসহায় মানুষের পাশে নেই। এটা দুর্ভাগ্যজনক। সকলে এগিয়ে এলে মানুষ অনেক সুবিধা পেত। তিনি বলেন, আওয়ামীলীগ সকল প্রাকৃতিক দুর্যোগে দেশের মানুষের পাশে আছে এবং থাকবে।
এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড, চন্দন কুমার পাল, পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটনসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।