শেরপুর : শেরপুর শহরের সজবরখিলার একটি ভাড়া বাসা থেকে দুই কেজি গাঁজাসহ সাবিনা ইয়াসমিন নামে এক নারী মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (৮ মে) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে শেরপুর শহরের সজবরখিলাস্থ ট্রাক স্ট্যান্ড সংলগ্ন একটি বাসায় মাদকবিরোধী অভিযান চালায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় ওই বাসার ভাড়াটিয়া নকলা উপজেলার চন্দ্রকোনা গ্রামের নাহিদ হাসানের স্ত্রী সাবিনা ইয়াসমনিকে (২৭) দুই কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে শেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।