1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৫ অপরাহ্ন

কলাপাড়ায় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ কর্মসূচী

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা বারোটার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব সার বিতরণ করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়্যারমান রাকিবুল আহসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল মান্নান, নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসির মাহমুদ, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান বুলেট আকন প্রমুখ। এসময় উপজেলার সকল ইউনিয়ন থেকে আগত কৃষকরা উপস্থিত ছিলেন।
ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্থ এক হাজার কৃষকের মাঝে সাড়ে ৬২ টন সার, ৯০০ কেজি ভুট্টা, ৭৫০ কেজি মুগডালের বীজ ও ৪০০ জনকে ১১৬ কেজি শাক সবজির বীজ বিতরণ করা হয়। এছাড়া এসময় ৪০০জন সবজি চাষীকে দুই লাখ টাকা প্রদান করা হয়।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com