স্পোর্টস ডেস্ক : তানজিদ হাসান, তৌহিদ হৃদয় ও শাহাদাত হোসেনের ফিফটি দলকে এনে দিয়েছিল লড়াকু পুঁজি। পরে বল হাতে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিলেন রকিবুল হাসান। স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে বাংলাদেশ উঠে গেল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে।
পচেফস্ট্রুমে বৃহস্পতিবার তৃতীয় কোয়ার্টার ফাইনালে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২৬১ রান করেছিল বাংলাদেশ। জবাবে ৪২.৩ ওভারে ১৫৭ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
এই নিয়ে দ্বিতীয়বারে মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে উঠল বাংলাদেশ। ২০১৬ সালে দেশের মাটিতে হওয়া টুর্নামেন্টে প্রথমবার সেমিফাইনালে উঠে বাংলাদেশ হেরে গিয়েছিল। শেষ পর্যন্ত হয়েছিল তৃতীয়।
এবার ফাইনালে উঠতে পারবে বাংলাদেশের যুবারা? জবাব মিলবে ৬ ফেব্রুয়ারি, সেদিন সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে আকবর আলীর দল।
ব্যাটিংয়ে বাংলাদেশকে ভালো সূচনা এনে দিয়েছিলেন তানজিদ ও পারভেজ হোসেন ইমন। পারভেজ যদিও শুরু থেকেই রানের জন্য সংগ্রাম করছিলেন। তার বিদায়েই ভাঙে ৬০ রানের উদ্বোধনী জুটি। ৪০ বলে ৩ চারে পারভেজ করেন ১৭ রান।
তিন নম্বরে নেমে দ্রুতই রান আউটে কাটা পড়েন মাহমুদুল হাসান জয়। দারুণ ব্যাটিংয়ে তানজিদ এগোচ্ছিলেন সেঞ্চুরির দিকেই। কিন্তু সেঞ্চুরি থেকে ২০ রান দূরে থাকতে তার ইনিংসটা শেষ হয় আলগা শটে। অফ স্টাম্পের বাইরের বলে সরাসরি পয়েন্ট ফিল্ডারকে ক্যাচ দেন ৮৪ বলে ১২ চারে ৮০ রান করা বাঁহাতি ওপেনার।
এরপরই নিজেদের সেরা জুটিটা পায় বাংলাদেশ। চতুর্থ উইকেটে ১০২ রানের বড় জুটি উপহার দেন হৃদয় ও শাহাদাত। দুজনই তুলে নেন ফিফটি। হৃদয় ফিফটির পরই ফেরেন সাজঘরে। ৭৩ বলে ২ চারে করেন ৫১ রান।
শেষ দিকে নেমে ঝড় তোলার আগেই রান আউটে কাটা পড়েন শামীম হোসেন। শাহাদাত ও অধিনায়ক আকবর দলকে নিয়ে যান আড়াইশর ঠিকানায়। ৭৬ বলে ৭ চার ও একটি ছক্কায় ৭৪ রানে অপরাজিত ছিলেন শাহাদাত। ১১ বলে একটি চারে ১৬ রানে অপরাজিত থাকেন আকবর।
লক্ষ্য তাড়ায় শুরু থেকেই ধুঁকেছে দক্ষিণ আফ্রিকা। দশম ওভারে স্বাগতিক শিবিরে প্রথম আঘাত হানেন তানজিম হাসান সাকিব। ডানহাতি পেসার ভাঙেন ৩৪ রানের উদ্বোধনী জুটি।
খানিক বাদে নিজের পরপর দুই ওভারে দুই উইকেট তুলে নেন রকিবুল। ৫৯ রানে ৩ উইকেট হারানোর পর স্বাগতিকদের একাই টেনেছেন লুক বিউফোর্ট। তিনি ছাড়া আর কেউ বাংলাদেশের বোলারদের সামনে সেভাবে দাঁড়াতেই পারেননি।
একপ্রান্তে দক্ষিণ আফ্রিকা উইকেট হারিয়েছে নিয়মিত বিরতিতে। আরেক প্রান্ত আগলে রেখে বিউফোর্ট তুলে নেন ফিফটি। ৯১ বলে ৬০ রান করা বিউফোর্টকে নবম ব্যাটসম্যান হিসেবে ফিরিয়েই পাঁচ উইকেট পূর্ণ করেন রকিবুল। সেই ওভারেই মন্ডলি খুমালোর রান আউটে শেষ হয় স্বাগতিকদের ইনিংস।
ম্যাচসেরা হওয়া রকিবুল ৯.৩ ওভারে মাত্র ১৯ রানে নেন ৫ উইকেট। বাঁহাতি এই স্পিনার এর আগে গ্রুপপর্বে স্কটল্যান্ডের বিপক্ষে করেছিলেন হ্যাটট্রিক। সাকিব ৪১ রানে ২টি এবং শরিফুল ইসলাম ও শামীম হোসেন নেন একটি করে উইকেট।