1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের টেস্ট দল ঘোষণা

  • আপডেট টাইম :: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০

স্পোর্টস ডেস্ক : আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে চলতি মাসে একটি টেস্ট খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। এই টেস্টকে সামনে রেখে আজ শনিবার ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

দলে ডাক পেয়েছেন অফ স্পিনার বিলাল আসিফ। তিনি সবশেষ ২০১৮ সালের ডিসেম্বরে টেস্ট খেলেছিলেন। এক বছর পর দলে ফিরেছেন বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফ। তিনি সবশেষ ২০১৯ সালের জানুয়ারিতে পাকিস্তানের হয়ে টেস্ট খেলেছিলেন।

গেল বছরের ডিসেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট খেলা শান মাসুদ ও বাবর আজমও আছেন দলে। স্কোয়াডে আছেন আবিদ আলী, আসাদ শফিক, ইমাম-উল-হক ও হারিস সোহেলও।

বোলার নাসিম শাহ, ইয়াসির শাহ, মোহাম্মদ আব্বাস ও শাহীন শাহ আফ্রিদিও জায়গা পেয়েছেন দলে। রাখা হয়েছে মোহাম্মদ রিজওয়ানকেও।

৭ ডিসেম্বর থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্টটি। এরপর এপ্রিলে একটি ওয়ানডে ও একটি টেস্ট খেলতে আবার পাকিস্তান সফর করবে বাংলাদেশ।

গেল মাসে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফর করেছিল বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজে বাংলাদেশ ২-০ ব্যবধানে হার মানে। শেষ ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়।

পাকিস্তানের ১৬ সদস্যের টেস্ট স্কোয়াড :

আজহার আলী (অধিনায়ক), আবিদ আলী, ইমাম-উল-হক, শান মাসুদ, বাবর আজম, আসাদ শফিক, হারিস সোহেল, ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ইয়াসির শাহ, ইমরান খান, মোহাম্মদ আব্বাস, শাহীন আফ্রিদি, বিলাল আসিফ, নাঈম শাহ ও ফাহিম আশরাফ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com